উত্তর দিনাজপুর: এবার মাত্র ৫ টাকায় মিলবে ভরপেট খাবার। রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মা ক্যান্টিনে মিলবে এই পরিষেবা। ইতিমধ্যে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে এই ক্যান্টিন। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সত্যজিৎ বর্মণ, উত্তর দিনাজপুর জেলার জেলাশাসক অরবিন্দ কুমার মিনা-সহ বিশিষ্টজনেরা। রায়গঞ্জ পৌরসভার উদ্যোগে এই পরিষেবা দেওয়া হচ্ছে। এই ক্যান্টিনে ৫ টাকার বিনিময়ে ভরপেট ডিম,ভাত, সবজি খেতে পারবেন সাধারণ মানুষ।
প্রত্যেকদিন দুপুর ১২ টা থেকে ২ টো পর্যন্ত এই পরিষেবা পাবেন সাধারণ মানুষ। রায়গঞ্জ মেডিক্যাল চত্বরে এই ক্যান্টিন খোলায় রোগীর আত্মীয়রা উপকৃত হবেন বলে জানান উত্তর দিনাজপুরের জেলা শাসক অরবিন্দ কুমার মিনা। প্রতিদিনই দূর-দুরান্ত থেকে বহু মানুষ রায়গঞ্জ মেডিক্যালে চিকিৎসার জন্য আসেন। রোগীরা ভর্তি থাকলে পরিজনদের আশপাশের হোটেলে খাবার খেতে হয়। এবার থেকে হাসপাতাল চত্বরেই ৫ টাকায় মিলবে ভরপেট, সুস্বাদু খাবার ।
মৃন্ময় বসাক
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: North bengal news