হোম /খবর /উত্তরবঙ্গ /
দোলের আগে বসন্ত উৎসব উদযাপন রায়গঞ্জের

North Dinajpur News || Holi2023: দোলের আগে বসন্ত উৎসব উদযাপন রায়গঞ্জের, দেখুন ভিডিও

X
দোলের [object Object]

৭ মার্চ দোল।দোলের আগেই উত্তর দিনাজপুর জেলায় পালন হল অভিনব দোল উৎসব। উত্তর দিনাজপুর জেলায় নজির গড়ে সরকারি বিদ্যালয়ের পড়ুয়াদের নিয়ে বসন্ত উৎসব উদযাপন করা হল বিদ্যালয় প্রাঙ্গণে।

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

রায়গঞ্জ: ৭ মার্চ দোল।দোলের আগেই উত্তর দিনাজপুর জেলায় পালন হল অভিনব দোল উৎসব। উত্তর দিনাজপুর জেলায় নজির গড়ে সরকারি বিদ্যালয়ের পড়ুয়াদের নিয়ে বসন্ত উৎসব উদযাপন করা হল বিদ্যালয় প্রাঙ্গণে। যেখানে আবীর মেখে নাচে গানে আনন্দ উল্লাসে মেতে উঠল খুদে পড়ুয়ারা। পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারাও ছিলেন সঙ্গে আমন্ত্রিত অতিথিরাও।

সোমবার সকালে রায়গঞ্জ গার্স প্রাথমিক বিদ্যালয়ের হাত ধরে উত্তর দিনাজপুর জেলায় প্রথম এমন অনুষ্ঠানের আয়োজন করা হল। যা জেলার মধ্যে নজির গড়েছে। এদিন প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন উত্তর দিনাজপুর জেলা বিদ্যালয়ের পরিদর্শক দুলাল সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাধান শিক্ষক গৌরাঙ্গ চৌহানসহ অনেকে।

আরও পড়ুন- পাটকাঠি দিয়ে দেবদেবীর মূর্তি বানিয়ে সাড়া ফেললেন শিলিগুড়ির এই যুবক

আরওপড়ুন- উপকারিতা অঢেল, এই বিক্রেতার হাতে মাখা আনারস খেতে রোজ উপচে পড়ে ভিড়

উত্তর দিনাজপুর জেলা বিদ্যালয় পরিদর্শক দুলাল সরকার জানিয়েছেন "দোল উৎসব উপলক্ষে বন্ধ থাকবে বিদ্যালয়ের পঠন-পাঠন তাই বিদ্যালয়ের পড়ুয়াদের নিয়ে সোমবার সকালেই বসন্ত উৎসবের আয়োজন করা হয়েছে।

মৃন্ময় বসাক

Published by:Sayani Rana
First published:

Tags: North Dinajpur