হোম /খবর /উত্তরবঙ্গ /
মেয়ের বিয়ের টাকা জোগাড় করতে গিয়ে এ কী পরিণতি বাবার!

North Dinajpur News: মেয়ের বিয়ের টাকা জোগাড় করতে গিয়ে এ কী পরিণতি বাবার! জানলে চোখের জল ধরে রাখতে পারবেন না

উত্তর দিনাজপুর

উত্তর দিনাজপুর

মেয়ের বিয়ের টাকা জোগাড় করতে গিয়েছিল বাবা। কিন্তু টাকা নিয়ে আর বাড়ি ফেরা হল না। মৃত্যুর খবর পেতেই দিশেহারা শ্রমিকের পরিবার।

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

ইসলামপুর: মেয়ের বিয়ের টাকা জোগাড় করতে গিয়েছিল বাবা, কিন্তু টাকা নিয়ে আর বাড়ি ফেরা হল না তাঁর। মৃত্যুর খবর পেতেই দিশেহারা শ্রমিকের পরিবার। অন্যদিকে দিল্লিতে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত শ্রমিকের মেয়ের বিয়ে দেওয়ার দায়িত্ব নিলেন তৃণমূলের অঞ্চল সভাপতি আব্দুল হক।

দিল্লির অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু হয় উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েতের সুজালি গ্রামের বাসিন্দা শ্রমিক পাসিরুলের। দিল্লিতে টোটো চালাতেন বলে পরিবারের তরফ থেকে জানা গিয়েছে।

আরও পড়ুন: জি২০ শীর্ষ সম্মেলনে টয় ট্রেনে চেপে পাহাড়ের অপরূপ সৌন্দর্যের স্বাদ নেবেন বিদেশের প্রতিনিধিরা

প্রায় এক মাস আগে দিল্লিতে কাজ করতে গিয়েছিলেন পাসিরুল। সেখানে ছয় মাস রোজগার করে বাড়ি ফিরে মেয়ের বিয়ে দেওয়ার কথা ছিল। কিন্তু বৃহস্পতিবার রাতে পরিবারের সদস্যরা খবর পায় দিল্লির অগ্নিকাণ্ডের ঘটনায় তাঁর মৃত্যু হয়।। মৃত্যুর খবর পেতেই দিশেহারা হয়ে পরে পরিবার।

অন্যদিকে মৃত্যুর খবর পেয়ে পরিবারের লোকজনের সঙ্গে দেখা করতে মৃত পাসিরুলের বাড়িতে উপস্থিত হন সুজালি গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি আব্দুল হক ও স্হানীয় তৃণমূল নেতৃত্ব। এই মর্মান্তিক ঘটনায় দুঃখ প্রকাশ করে আব্দুল বাবু জানিয়েছেন পরিবারের অবস্থা তেমন ভাল নেই। মুখ্যমন্ত্রী ২ লক্ষ টাকা আর্থিক সাহায্যের জন্য ঘোষনা করেছেন তা দেওয়া হবে। পাশাপাশি পঞ্চায়েত থেকে দেড় লক্ষ টাকা দেওয়া হবে। এছাড়াও মৃত পাসিরুলের পরিবারের পাশে দাঁড়িয়ে তার মেয়ের বিয়ে দেওয়ার দায়িত্বও নিলেন তিনি। গোটা ঘটনায় এলাকায় শোকের ছায়া।

চঞ্চল মোদক
Published by:Sayani Rana
First published:

Tags: North Dinajpur, North Dinajpur News