হোম /খবর /উত্তরবঙ্গ /
বাড়ছে আলুর ফলন, তবুও চিন্তা কমছে না চাষিদের! কারণ জানলে অবাক হবেন 

North Dinajpur news: বাড়ছে আলুর ফলন, তবুও চিন্তা কমছে না চাষিদের! কারণ জানলে অবাক হবেন 

X
বাড়ছে [object Object]

জেলায় বিপুল পরিমান আলুর ফলন হওয়ায় বাজারে আলুর দাম একেবারেই নেমে যাওয়ার দুশ্চিন্তায় রায়গঞ্জের কৃষকরা।

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

রায়গঞ্জ: আলু উৎপাদনের নিরিখে প্রতিবছরই উত্তর দিনাজপুর জেলা উল্লেখযোগ্য। এবছরেও জমিতে ফলন দেখে শুরুতে বেশ উচ্ছ্বসিত ছিলেন চাষীরা। কিন্তু বর্তমানে মুখের হাসি ম্লান হয়ে এসেছে। জেলায় বিপুল পরিমান আলুর ফলন হওয়ায় বাজারে আলুর দাম একেবারেই নেমে যাওয়ার দুশ্চিন্তায় জেলার কৃষকরা।

জেলা কৃষি দফতর সূত্রের খবর, এবছরে উত্তর দিনাজপুরে ২৮ হাজার হেক্টর জমিতে আলুর চাষ হয়েছে। উৎপাদিত ফলনের পরিমান ৮ লক্ষ টন। তবে আলুর ফলন ভাল হলেও আশঙ্কা তৈরী হয়েছে জেলায় হিমঘরের ধারণক্ষমতা ঘিরে।

আরও পড়ুন-  রায়গঞ্জে জোরকদমে চলছে রেলের বিদ্যুতায়নের কাজ, খুশি স্থানীয় বাসিন্দারা

জেলায় এখনও পর্যন্ত ৭ টি হিমঘর রয়েছে। যার মোট ধারণ ক্ষমতা ১লক্ষ ১০ হাজার টন। ফলে পর্যাপ্ত পরিমানে আলু মজুত সম্ভব হচ্ছে না হিমঘর গুলিতে। জেলার বিভিন্ন প্রান্তের পাশাপাশি একই ছবি রায়গঞ্জ ব্লকেও। যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে কৃষকরা।

আরও পড়ুন- আন্তর্জাতিক বাণিজ্যে ব্যবহৃত পণ্যবাহী গাড়িতে চালু ইডিআই, সময় বাঁচবে অনেকটাই

জেলার উপকৃষি অধিকর্তা সফিক-উল-আলম কৃষকদের সমস্যার কথা স্বীকার করেছেন। অধিকর্তা বলেন, সব আলু হিমঘরে রাখার উপযুক্ত নয়। অশোকা, পোখরাজ সহ ৪ প্রজাতির আলকে জমি থেকে সরাসরি বাজারজাত করতে হয়। কিছু আলু হিমঘরে মজুত রাখা প্রয়োজন। জেলায় হিমঘরের অভাবের বিষয়ে সহমত প্রকাশ করেছেন তিনি।

মৃন্ময় বসাক

Published by:Sayani Rana
First published:

Tags: North Dinajpur, North Dinajpur News