রায়গঞ্জ: ট্রেনের চাকায় কাটা পরল পা। ট্রেনের চাকায় পা কাটা পরলেও ভাগ্য জোড়ে বেঁচে গেল প্রাণ। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার ঝিটকিয়া স্টেশনে। আহত ব্যক্তির নাম আজহার আালি। বাড়ি বাহিন গ্রাম পঞ্চায়েতের গোয়াবাড়ি এলাকায়। পরিবার সূত্রের খবর, এদিন ডাক্তার দেখিয়ে কুলিক এক্সপ্রেসে চেপে বাড়ি ফিরছিলেন আজহার। পথে ঝিটকিয়া স্টেশনে চলন্ত ট্রেন থেকে পরে গিয়ে পা কাটা পরে তাঁর।
আরও পড়ুনঃ যাত্রী সেজে চালককে বেহুঁশ করে ইটাহারে ছিনতাই টোটো, কালপ্রিট ধরা পড়ল পাশের জেলা মালদহেঘটনার কথা চাউর হতেই ছুটে আসেন স্থানীয় লোকজন। ঘটনাস্থলে পৌছায় জিআরপি। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে, ওই যুবক চলন্ত ট্রেন থেকে কী করে পড়লো সেটা নিয়ে উঠছে প্রশ্ন । ট্রেনের নিরাপত্তারক্ষী বা কোথায় ছিল তা নিয়ে প্রশ্ন তুলছে ট্রেনের যাত্রীরা । এর আগেও রাধিকাপুর-কলকাতা এক্সপ্রেসে চুরি ছিনতাইয়ের মতন ঘটনার অভিযোগ উঠে এসেছে । এবং বিগত দিনে রধিকাপুর কুলিক এক্সপ্রেসে ট্রেনের বগি থেকে উদ্ধারও হয়েছে মৃতদেহ । সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের এক যুবকের চলন্ত ট্রেন থেকে পড়ে যাওয়ার ঘটনায় উঠছে নানান প্রশ্ন ।মুক্ত সরকার
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।