উত্তর দিনাজপুর, চাকুলিয়া: শ্বশুরবাড়িতে স্বীকৃতি পাওয়ার দাবিতে ৪০ দিনের শিশুকে কোলে নিয়ে ধরনায় বসলেন গৃহবধূ। শনিবার উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া থানার দেওগাঁ বিশ্বাস পাড়া এলাকা সাক্ষী থাকল এই মর্মান্তিক ঘটনার। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
জানা গিয়েছে, নদিয়ার সান্তনা বিশ্বাসের সঙ্গে চাকুলিয়া থানার দেওগাঁ বিশ্বাস পাড়ার বাসিন্দা বিপ্লব পর্দার প্রেম করে বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাঁরা বাইরে থাকতেন। সন্তান জন্ম দেওয়ার আগে সান্তনাকে এক সপ্তাহের জন্য তাঁর বাপের বাড়ি রেখে আসেন বিপ্লব। কিন্তু সন্তান জন্ম নেওয়ার পর ৪০ দিন পেরিয়ে গেলেও আর স্বামী বিপ্লবের কোনও খোঁজখবর মেলে না। কোনও উপায় না পেয়ে ৪০ দিনের শিশুকে নিয়ে শ্বশুড়বাড়ি আসেন সান্তনা। কিন্তু সেখানেও বিরূপ পরিস্থিতি। শ্বশুড়বাড়ির লোকজন তাঁকে ধাক্কা মেরে বাড়ি থেকে বের করে দেয় বলে অভিযোগ গৃহবধূর। একপ্রকার বাধ্য হয়ে ৪০ দিনের শিশুকে কোলে নিয়ে শ্বশুরবাড়িতে স্বীকৃতি পাওয়ার দাবিতে ধরনায় বসেন পরেন সান্তনা। তাঁর দাবি, যতক্ষণ পর্যন্ত তাঁকে তাঁর শ্বশুরবাড়ির লোকজন মেনে না নিচ্ছে, ততক্ষণ পর্যন্ত তিনি ধরনা চালিয়ে যাবেন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: North Dinajpur News