#উত্তর দিনাজপুর: কালিয়াগঞ্জে করোনা ও আমফান বিপর্যয়ের মধ্যে কৃষকদের হাতে কিষান ক্রেডিট কার্ড তুলে দিতে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের শুরু হয়েছে বিশেষ কিষান কার্ড শিবির। ৯-১৫ জুন সপ্তাহব্যাপী চলবে এই মেগা কিষান কার্ড শিবির। এবারে কালিয়াগঞ্জ ব্লকের ৮ টি গ্রাম পঞ্চায়েতের ৬,২৫০ জন কৃষকদের হাতে নতুন কিষান ক্রেডিট কার্ড তুলে দেবার লক্ষ্য নিয়েছে কৃষি দপ্তর। কালিয়াগঞ্জ শহর ও গ্রামীন এলাকায় মোট ১৩ টি ব্যাংকে বিশেষ কেসিসি শিবির শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কৃষকদের সুবিধার্থে এই বিশেষ কিষান ক্রেডিট কার্ড শিবির শুরু হয়েছে কালিয়াগঞ্জের মতো পশ্চিমবঙ্গের বিভিন্ন ব্লকে। আসন্ন খারিফ মরসুমের আগে কৃষকদের হাতে চাষের খরচ যোগাতে রাজ্য সরকারের এই বিশেষ উদ্দ্যোগ। কিষান ক্রেডিট কার্ডের মাধ্যমে স্বল্প সুদে চাষের জন্য সহজে ব্যাংক ঋণ নিতে পারেন কৃষকেরা। এই কিষান ক্রেডিট কার্ডের মাধ্যমে চাষের জন্য কোন কৃষক ঋণ নিলে সেই মরসুমের ফসল চলে আসে বীমার আওতায়। বীমা করা থাকলে প্রাকৃতিক বিপর্যয়ে ফসল নষ্ট হলে সংশ্লিষ্ট কৃষক ক্ষতিপূরণ পাবে বীমা কোম্পানির কাছ থেকে। এই ফসলবিমার সুবিধার কথা মাথায় রেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বিশেষ উদ্দ্যোগ নিয়েছে সকল কৃষকদের হাতে কিষান ক্রেডিট কার্ড তুলে দিতে। কালিয়াগঞ্জ ব্লকের কৃষকদের জন্য শুরু হওয়া বিশেষ কিষান ক্রেডিট কার্ড শিবির সম্পর্কে ব্লক কৃষি আধিকারিক গোপাল ঘোষ জানান প্রথমদিন থেকে ভালো সাড়া পড়েছে। ৭ দিনের এই শিবিরে কালিয়াগঞ্জ ব্লকে ৬,২৫০ জন কৃষকের হাতে নতুন কৃষান ক্রেডিট তুলে দেবার লক্ষ্য নিয়ে কাজ শুরু হয়েছে। ব্যাংকের সঙ্গে এই কাজে সক্রিয় ভূমিকা নিয়েছে ব্লক কৃষি দপ্তরের কর্মীরা। কিষান ক্রেডিট কার্ড থাকলে একজন কৃষকের অনেক সুবিধা হয়। মরসুমি ফসল চাষের জন্য ব্যাংক থেকে স্বল্প সুদে ঋণ ছাড়াও কৃষি দপ্তরের বিভিন্ন প্রকল্পের সুবিধা সহজে পেতে পারে কৃষকেরা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Dinajpur kaliaganj, Kishan credit