ইউনিসেফের প্রশংসা পেল মালদহ

টার্গেট ছিল একমাসের। ১৫ অগাস্টের মধ্যে শেষ করতে হবে কাজ। ৭০ তম স্বাধীনতা দিবসে এল সাফল্য।

  • Last Updated :
  • Share this:

    #মালদহ : টার্গেট ছিল একমাসের। ১৫ অগাস্টের মধ্যে শেষ করতে হবে কাজ।  ৭০ তম স্বাধীনতা দিবসে এল সাফল্য। মালদহে মিশন নির্মল বাংলা আর মহাত্মা গান্ধী জাতীয় কর্মনিশ্চয়তা প্রকল্পের হাত ধরেই মিলল সফলতা। এক মাসের মধ্যে ২৫ হাজার শৌচালয় তৈরি করে রাজ্য সরকার এমনকি ইউনিসেফেরও তারিফ কুড়ালো মালদহ জেলা  ।

    দীর্ঘ একমাসের নিরন্তর চেষ্টার পর অবশেষে লক্ষ্য পূরণে সফল মালদহে। মিশন নির্মল বাংলা প্রকল্পে গঙ্গা তীরবর্তী সব বাড়িতেই তৈরি হয়েছে স্বাস্থ্য সম্মত শৌচালয়। একটি সমীক্ষা থেকে জানা যায়, কালিয়াচকের আর মানিকচক ব্লকের গঙ্গা তীরবর্তী গ্রাম গুলির ৩০ হাজারেরও বেশি পরিবার শৌচকর্মের জন্য বেছে নিচ্ছে গঙ্গার আশপাশের এলাকাকেই।

    টানা প্রচার চালিয়েও তেমন কাজ না হওয়ায় অভিনব নির্দেশিকা জারি করে প্রশাসন। শৌচালয় না থাকার জন্য একগুচ্ছ কড়া নির্দেশিকা জারি করা হয়। জব কার্ড থাকলেও একশো দিনের কাজ না পাওয়া, পড়ুয়াদের দ্বিতীয় তালিকায় নাম তোলার মতো নির্দেশিকাও জারি হয়। এরপরই শৌচালয় তৈরির হিড়িক পড়ে এলাকায়।

    জেলা প্রশাসনের এই কাজ প্রশংসা কুড়িয়ে নেয় ইউনিসেফেরও। গঙ্গা তীরবর্তী পঞ্চায়েত রয়েছে ২২টি। এর মধ্যে তিনটি পঞ্চায়েত আগেই নির্মল করা হয়েছিল। বাকি ১৫টি পঞ্চায়েতে একমাস ধরে চলল মিশন নির্মল বাংলা প্রকল্প। বৃষ্টির জন্য চারটি পঞ্চায়েত কাজ বন্ধ করে দিতে হয়েছে। বর্ষা মিটলেই ওই এলাকাকেও এই প্রকল্পের আওতায় আনাই এখন লক্ষ্য মালদহ জেলা প্রশাসনের।

    First published:

    Tags: Maldah, Nirmal Bangla Mission, STATE GOVERNMENT, Toilet, UNICEF