#জলপাইগুড়ি: তিস্তা-তোর্সা এক্সপ্রেসে মহিলা কামরায় হামলা চালিয়ে সর্বস্ব লুঠের ঘটনা ঘটল৷ ধারালো অস্ত্র দেখিয়ে সর্বস্ব লুঠ করে চম্পট দেয় তারা ৷ সোমবার ভোররাতে ঘটনাটি ঘটে এনজেপি এবং বেলাকোবা স্টেশনের মাঝে। আপ তিস্তা-তোর্সা এক্সপ্রেসে ঘটনাটি ঘটে ভোর সাড়ে তিনটে নাগাদ। সেই সময় যাত্রীরা সকলেই ঘুমিয়ে ছিলেন। আচমকাই এক যুবক শৌচালয় থেকে বেরিয়ে এসে ট্রেনের কামরার দরজা বন্ধ করে দেয়। সকলকে উপর থেকে নেমে আসার নির্দেশ দেয়। হুমকি দেয় সোনাগয়না টাকাপয়সা দিয়ে দেওয়ার জন্য। সেই সময় ট্রেনের কামরায় থাকা প্রায় ১২ জন যাত্রী চীৎকার চেঁচামেচি শুরু করলে ট্রেন বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেয় ওই দুষ্কৃতি। যাত্রীরা ভয়ে সোনা পগয়না বার করে দিয়ে দেন। অনিতা সাহা নামে এক যাত্রী গয়না না দিয়ে প্রতিবাদ করলে তার ওপর ছুরি নিয়ে হামলা চালায় এই দুষ্কৃতি। বেলকোবা স্টেশনের কাছে ট্রেন পৌঁছলে দুষ্কৃতি নেমে পালিয়ে যায়।যাত্রীদের অভিযোগ কোনও নিরাপত্তা রক্ষী ছিল না। নিউ কোচবিহার স্টেশনে ট্রেন পৌছলে সেখনে জিআরপি এসির কাছে লিখিত অভিযোগ দায়ের কর হয়। রেলের তরফে বলা হয়েছে অভিযোগ পেয়েছে , তদন্ত চলছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Ladies Compartment, Miscreants, Theft, Theft In Train