#জলপাইগুড়ি: ডিম খাওয়া নিয়ে দুই ভাই বোনে ঝগড়ায় আত্মঘাতী দিদি । ঘটনাটি ঘটেছে ধূপগুড়ির পশ্চিম শালবাড়ি গ্রামে ।
মঙ্গলবার দুপুরে দিদি ভাত খাবে বলে রান্না ঘরে একাই ডিম ভাজছিল । সেই সময় ভাই কার্তিক গিয়ে দিদি-কে জিজ্ঞেস করে তুই কি বানাচ্ছিস ? বলে ডিম ভাজছি এর পরেই ভাই আবদার করে তাকেও ডিমের অর্ধেকটা দিতে হবে । এই নিয়ে দুই ভাই বোনের মধ্যে শুরু হয় ঝগড়া ।
দিদি ডিম ভাঁজার খুন্তি দিয়ে ভাইয়ের কপালে গুতো দেয় এর পরেই ভাই রেগে গিয়ে একটি পাথর তুলে দিদি কে ছুরে মারে । কিন্তু পাথরটি তার গায়ে না লেগে পাশে গিয়ে পরে । এর পরেই ভাইয়ের কথায় আচরনে অভিমানি দিদি গলায় ফাঁস দিয়ে আত্মঘাতি হয়। মৃতের নাম অনিতা মন্ডল (১৫ ) ।
এই ঘটনায় এলাকায় স্বভাবতই শোকের ছায়া নেমে এসেছে । কৃষক অখিল মণ্ডল মেয়ে অনিতা মণ্ডল এবং ১৪ বছর বয়সি পুত্র কৃষ্ণমন্ডল-কে বাড়িতে রেখে পাট ধোয়ার কাজে অন্যত্র ব্যস্ত ছিলেন ৷ স্ত্রী গিয়েছিলেন ব্যাঙ্কে টাকা জমা দিতে ৷ বাড়িতে ফিরে মেয়েকে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখে হতভম্ব হয়ে যান। তাঁর চিৎকার শুনে গ্রাম বাসিরা ছুটে আসেন এবং থানায় খবর দেন। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন । ধূপগুড়ি থানার আইসি সঞ্জয় দত্ত জানান , মৃতদেহ উদ্ধার করে আনা হয়েছে ৷ বুধবার জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠানো হবে ময়নাতদন্তের জন্য।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Egg, Family Dispute, Jalpaiguri, Suicide case, দিদি-ভাইয়ের ঝগড়া