#শিলিগুড়ি: কিছুটা হলেও কমেছে গরম ৷ কিছুটা হলেও স্বস্তির হাওয়া ৷ সকাল সকাল তাই উৎসাহ পকেটে পুরে ভোটের লাইনে উত্তরবঙ্গের ৬টি জেলাও ও বীরভূমে ৷ ৭টি জেলার ৫৬ টি আসনেই একই চিত্র নজরে এসেছে দ্বিতীয় দফার ভোটের সকালে ৷
আলিপুর হাওয়া অফিস জানিয়েছেন, উত্তরবঙ্গের আকাশ থাকবে মেঘলা ৷ কিছু জায়গায় ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা ৷ অন্যদিকে দক্ষিণবঙ্গে গরম থাকলেও, কিছুটা স্বস্তির হাওয়া বইবে বেলা বাড়তেই ৷ দ্বিতীয় দফার ভোট শুরু ৷ ভোটর কার্ড হাতে নিয়ে লম্বা লাইন উত্তরবঙ্গ, বীরভূমে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Second Phase, Vote, West Bengal Asembly Election 2016, West Bengal Assembly Election