#রায়গঞ্জ: রায়গঞ্জ পৌরবাস স্টান্ডে চার আদিবাসী মহিলার শ্লীলতাহানিও ধর্ষনের অভিযোগে পুলিশ আরো আরো একজনকে গ্রেফতার করল। এই নিয়ে গ্রেপ্তার সংখ্যা বেড়ে দাড়ল আট। ধৃত ব্যাক্তির নাম বাপ্পা পাসওয়ান, বাড়ি রায়গঞ্জ শহরের শক্তিনগর এলাকায়।
রবিবার ধৃতকে রায়গঞ্জ আদালতে তোলা হলে তার জামিনের নাকচ হয়ে যায়। গত ৯ ই জুলাই রায়গঞ্জ পৌরবাসস্ট্যান্ডে দুই নাবালিকা সহ চার আদিবাসী মহিলাকে ধর্ষন এবং শ্লীলতাহানির ঘটনা ঘটেছিল। পুলিশ এই ঘটনায় পুলিশ আগেই সাতজনকে গ্রেপ্তার করেছিল।গতকাল গভীর রাতে বাপ্পা পাসওয়ান নামে আরো একজনকে গ্রেপ্তার করে পুলিশ। আজ ধৃতকে আদালতে তোলা হলে আদালত তার জামিনের আবেদন নাকচ হয়ে যায়।আদিবাসি মহিলাদের উপর অত্যাচারের ঘটনার পর শহর জুড়ে ব্যাপক তান্ডব করছিল আদিবাসিরা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।