#রায়গঞ্জ: ভুল ইঞ্জেকশন দেওয়ায় প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা, নার্সিংহোম ভাঙচুর, অগ্নিসংযোগ। ঘটনাস্থলে দমকল ও পুলিশ। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ শহরের নিউ উকিলপাড়ায় নিবেদিতা নার্সিংহোমে। দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে দমকল বলবাহিনী,রায়গঞ্জ থানার পুলিশ ও স্থানীয় কাউন্সিলর অর্নব মন্ডল। নেভানো হয় আগুন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
পূর্ব কলেজপাড়ার বাসিন্দা প্রসূতী কুহেলী বেড়া কে গতকাল সন্তান প্রসবের জন্য ভর্তি করা হয় রায়গঞ্জ শহরের নিউ উকিলপাড়ার একটি বেসরকারি নার্সিংহোমে। রবিবার সকালে ডেলিভারি রুমে নেওয়ার আগে কর্তব্যরত নার্স ভুল ইঞ্জেকশন করে বলে অভিযোগ। ইঞ্জেকশন দেওয়ার পরই ওই প্রসূতির অবস্থা আশঙ্কাজনক হয়ে পরায় তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। মালদা যাওয়ার পথে গাজলে মৃত্যু হয় প্রসূতি কুহেলী বেড়ার। এই ঘটনার পর উত্তেজিত হয়ে পরে মৃতার পরিবার ও তার আত্মীয়েরা। তারা নার্সিংহোম ভাঙচুর করার পাশাপাশি আগুন ধরিয়ে দেয়। দ্রুত দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নেভায়। রায়গঞ্জ থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।