Home /News /north-bengal /
সিনেমা হলে হানা পুলিশের, এক ডজন প্রেমিক যুগলকে অসংলগ্ন অবস্থায় আটক !

সিনেমা হলে হানা পুলিশের, এক ডজন প্রেমিক যুগলকে অসংলগ্ন অবস্থায় আটক !

Representational Image

Representational Image

আজ, বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরে।

 • Share this:

  #বালুরঘাট: সিনেমা চলাকালীন দুটি সিনেমা হলে হানা দিয়ে ১২ জোড়া প্রেমিক-প্রেমিকাকে অসংলগ্ন অবস্থায় আটক করল পুলিশ ! আজ, বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরে।

  পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েক দিন ধরেই তাদের কাছে খবর আসছিল বালুরঘাট শহরের ট্যাঙ্ক মোড়ের একটি সিনেমা হল ও আত্রেয়ী নদীর ঘাটপাড়া এলাকার একটি সিনেমা হলে বক্সে সিনেমা দেখার নাম করে প্রেমিক প্রেমিকাদের এই আসর বসছে।

  আজ, বৃহস্পতিবার দুপুরে বালুরঘাট থানার পুলিশের একটি দল ওই দুটি সিনেমা হলে হানা দিয়ে এক ডজন প্রেমিক যুগলকে আপত্তিকর অবস্থায় হাতে নাতে ধরে ফেলে পুলিশ।

  First published:

  Tags: Arrest, Balurghat, Cinema Hall, Couple, বালুরঘাট

  পরবর্তী খবর