corona virus btn
corona virus btn
Loading

আজও থমথমে পাহাড়, গ্রেফতার কার্শিয়ঙের পুরপ্রধান ও মোর্চা নেতা কৃষ্ণা লিম্বু

আজও থমথমে পাহাড়, গ্রেফতার কার্শিয়ঙের পুরপ্রধান ও মোর্চা নেতা কৃষ্ণা লিম্বু

পাহাড়ে চলছে ধরপাকড় ৷ শনিবার সকালে গ্রেফতার করা হল মোর্চা নেতা কৃষ্ণা লিম্বু ৷

  • Share this:

#দার্জিলিং: পাহাড়ে চলছে ধরপাকড় ৷ শনিবার সকালে গ্রেফতার করা হল মোর্চা নেতা কৃষ্ণা লিম্বু ৷ পাহাড়ে অশান্তির পাকানোর অভিযোগে গ্রেফতার কার্শিয়ঙের পুরপ্রধান ৷

তার বিরুদ্ধে কার্শিয়ং টুরিস্ট লজে আগুন ধরানোর অভিযোগ ৷ আগুন ধরানোর অভিযোগ এসডিও অফিস ও দাউ হিলে ফরেস্ট অফিসেও ৷ রেলস্টেশনেও আগুন ধরানো-সহ একাধিক মামলা রয়েছে তার বিরুদ্ধে ৷ এদিন তাকে গ্রেফতার করেছে কার্শিয়ং থানার পুলিশ ৷

বিমল-বিনয় টানাপোড়েনে আখেরে জাঁতাকলে পাহাড়বাসী। বনধ উঠে দ্রুত শান্তি ফেরানোর পক্ষেই মত পাহাড়ের অধিকাংশ বাসিন্দার। এদিকে মোর্চার অন্দরের ফাটল যত চওড়া হচ্ছে ততই মরিয়া হচ্ছেন গুরুংরা। বনধ সমর্থনে এদিন পাহাড়ে বেশ কয়েকটি মিছিলও করে মোর্চা। শ্লোগান ওঠে বিনয়-অনীতের বিরুদ্ধেও।

গোর্খা জনমুক্তি মোর্চার গোষ্ঠীদ্বন্দ্বে ফের উত্তপ্ত পাহাড়। বন্ধ দোকানপাট। চলছে না গাড়িও। শনিবার সকাল থেকেই থমথমে পাহাড় ৷

সিকিমের সাদামে গুলিবিদ্ধ হয়ে মৃত দাওয়া ভুটিয়ার দেহ আজই আনা হচ্ছে কালিম্পংয়ে। এদিন মিছিলের কর্মসূচি রয়েছে মোর্চার ৷

First published: September 2, 2017, 12:35 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर