#শিলিগুড়ি: জিএসটির কোপে বাজারে অমিল ওষুধ। মিলছে না অনেক জীবনদায়ী ওষুধও। এমনকী সাধারণ বহু ওষুধও পাওয়া যাচ্ছে না। জিএসটিতে দাম বেড়েছে বেশিরভাগ ওষুধেরই। অগত্যা চিকিৎসকের কাছে গিয়ে ওষুধ বদলাতে হচ্ছে রোগীদের।
যাঁদের বাড়িতে ওষুধ নিত্য সঙ্গী, তাঁরা টের পাচ্ছেন জিএসটির প্রভাব। একে মিলছে না ওষুধ, তার উপর বেশিরভাগ ওষুধের দাম বাড়ায় চাপ আরও বেড়েছে।
- মিলছে না হার্ট ও সুগারের ওষুধ
ওষুধ ব্যবসায়ীদের দাবি,
- জিএসটির জেরে ওষুধ সরবরাহ কমেছে- ওষুধ মজুতে চাপ আরও বেড়েছে- বহু মানুষই একসঙ্গে কয়েক মাসের ওষুধ জমিয়ে রাখছেন- যার ফলে ওষুধের আকাল তৈরি হয়েছে
এর ফলে আখেরে সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকেই।
শুধু সাধারণ ওষুধই নয়, বহু জীবনদায়ী ওষুধও পাওয়া যাচ্ছে না।
জিএসটির ফলে ফার্মাসিস্টদেরও সমস্যা বেড়েছে।
জিএসটির গেরোয় কাজ হারানোর ভয়ে রয়েছেন মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভরা।
ওষুধের উপর পাঁচ থেকে আটাশ শতাংশ জিএসটি বসেছে। নতুন হারে ট্যাক্স বসায় ওষুধের দাম তৈরিতে কোম্পানিগুলির সময় লাগছে। ফলে সমস্যা আরও বেড়েছে।