#মালদহ: অনুব্রত কাণ্ড এবার মালদহেও ৷ অনুব্রত মণ্ডলের মতো নির্বাচন কমিশনের নজরবন্দি আরও এক তৃণমূল নেতা ৷ মালদহের তৃণমূল নেতা আসাদুল্লা বিশ্বাসকে নজরবন্দি রাখার সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন ৷ সুজাপুর কেন্দ্রে তৃণমূলের পর্যবেক্ষক আসাদুল্লাকে বাড়িতে নজরবন্দি রাখার নির্দেশ কমিশনের ৷ আসাদুল্লার নজরদারিতে থাকবে কেন্দ্রীয় বাহিনীও ৷ কমিশনের নজরদারির নির্দেশ নিয়ে আসাদুল্লা বিশ্বাস জানালেন, ‘কেন আমার উপর নজরদারি, জানি না ৷ আমি তো এমম কিছু করিনি ৷ ’
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Election Commissioner, Maldah, Surveillance, West Bengal Asembly Election 2016, West Bengal Assembly Election