#মালদা: ঐতিহাসিকভাবেই দেশজুড়ে পরিচিত মালদা ৷ সঙ্গে রয়েছে আমের খ্যাতি ৷ গৌড় মালদা রাজনৈতিকভাবেও তো সমৃদ্ধ ৷ কিন্তু ইদানিং খুন, মারদাঙ্গাসহ নানাবিধ কাজকারবারের কুখ্যাতি ছড়িয়েছে এই জেলার৷ মালদা জেলার কালিয়াচক হয়ে উঠেছে কার্যত সমাজবিরোধীদের মুক্তাঞ্চল ৷ এই কালিয়াচকদিনরাত সন্ত্রস্ত থাকে দুই ডনের লড়াইয়ে ৷ জাকিুর সেখ ও বকুল শেখ ৷ সতি্য কথা বলতে এই দুই ডনের গ্যাং ওয়্যার হার মানাতে পারে বলিউডের যে কোনও অ্যাকশন ছবিকে ৷ দু’জনেই নিজ নিজ এলাকায় বেতাজ বাদশা ৷ কথায় বলে কালিয়াচকের বিস্তীর্ণ এলাকায় সমান্তরাল প্রশাসন চালায় এই দুই ক্রিমিনাট ৷ আর এই দুই ডনই পুলিশের খাতায় মোস্ট ওয়ান্টেড ৷
এই দুই জাকির আর বকুলের প্রকাশ্য লড়াই কখনও চাক্ষুষ দেখলে মনে হতেই পারে আপনি রয়েছেন বাণিজ্যনগরী মুম্বইয়ে ৷ প্রকাশ্য রাস্তায় এই দুই ডনের লড়াই এখন জলভাত ৷ গত তিনমাসে এই দুই গ্যাংস্টারের লড়াইয়ে বলি হয়েছে চারজন ৷ কিন্তু এই ওয়ান্টেড জাকির ও বকুল কারা ? কীভাবে তাদঁরে উত্থান?
বকুল শেখের বাড়ি নওদা যদুপুরে ৷ বকুলের দখলে কালিয়াচকের বিস্তীর্ণ এলাকা ৷ এর মধ্যে রয়েছে, সুকদেবপুর, এনায়েতপুর, জগদীশপুর, হাসানপুর, খিকিরবোনা ও যদুপুরের একাংশ ৷ পুলিশের খাতায় মোট আটটি মামলায় অভিযুক্ত এই নটোরিয়াস ক্রিমিনাল বকুল শেখ ৷ এর মধ্যে রয়েছে একাধিক খুন, তোলাবাজি, অপহরণ, বেআইনি অস্ত্র ও বিস্ফোরক মজুতের মামলা ৷
তবে প্রথমে কোনও বিরোধ ছিল না নিজেদের মধ্যে ৷ কালিয়াচকের এই দুই বেতাজ বাদশা ২০১৩ পর্যন্ত ছিল একই শিবিরে ৷ মূলত টাকার বখরা ও একে অন্যকে টেক্কা দেওয়ার মানসিকতা থেকেই দু’জনের বিবাদের শুরু যা ক্রমে রক্তক্ষয়ী সংঘর্ষে পরিণত হয় ৷ এরপর এলাকা দখল, যদুপুর বাজারের হপ্তা বখরা ভাগ নিয়ে বিবাদ বাড়ে ৷ আর আফিম চাষের কমিশন আদায় নিয়ে বিদায় দুজনকে সরিয়ে দেয় দুই মেরুতে ৷ আর যার পরিণাম, প্রকাশ্যে দুই ডনের সংঘর্ষে একের পর এক খুন গোলাগুলি, বোমাবাজির, ঘটনায় যখন তখন উত্তপ্ত হয়ে ওঠে কালিয়াচক ৷ দুই গ্যাং এর লড়াই এতটাই রক্তক্ষয়ী হয় যে দলে ভারী না হওয়া পর্যন্ত পুলিশও এলাকায় ঢোকে না ৷ এলাকায় প্রবাদ, কালিয়াচকের বিস্তীর্ণ এলাকায় পুলিশ প্রশাসন নিমিত্তমাত্র ৷ শাসন চালায় দুই ডন জাকির ও বকুল শেখ ৷ এদের এলাকা দখলের লড়াইয়ে ২০১৫ এর ফেব্রুয়ারিতে প্রাণ গিয়েছে জাকিরের ছেলে ইসমাইল শেখ ৷ আহত হয়েছে বকুলের ক্লাস এইটের ছেলে আজিম শেখও ৷ দুই ডনের তাণ্ডব চলছে গোটা কালিয়াচক তথা মালদা জুড়ে ৷ রাজনীতির দোহাই দিয়ে চলছে জুলুমও ৷ তাই এবারের নির্বাচনে কালিয়াচকের মানুষ ভোট দিতে চান শান্তির খোঁজে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Gang Star, Kaliachak, Maldah, West Bengal Asembly Election 2016, West Bengal Assembly Election