লোকসভার হিসেবে এগিয়ে জোট, মালদায় কড়া চ্যালেঞ্জ তৃণমূলের

মালদায় বাম ও কংগ্রেস জোটকে হারানো তৃণমূলের কাছে কঠিন চ্যালেঞ্জ । অন্তত গত লোকসভা নির্বাচনের পরিসংখ্যান তাই বলছে। গনি খানের মালদহে অ্যাডভান্টেজ জোট।

  • Last Updated :
  • Share this:

    #মালদা: মালদায় বাম ও কংগ্রেস জোটকে হারানো তৃণমূলের কাছে কঠিন চ্যালেঞ্জ । অন্তত গত লোকসভা নির্বাচনের পরিসংখ্যান তাই বলছে। গনি খানের মালদহে অ্যাডভান্টেজ জোট। তবে জোট শিবিরে অবিশ্বাসের চোরাস্রোতের লাভ তুলতে মরিয়া তৃণমূল। কংগ্রেসের শক্ত ঘাঁটি মালদহ। ২০১৪-র লোকসভা নির্বাচনে অনেকটা রাজনৈতিক জমি দখল করেছিল তৃণমূল। এবারও ভালো ফলের আশা ছিল তাদের। কিন্তু, বাম-কংগ্রেস জোট হিসেব পালটে দিয়েছে। মালদহের বারোটি আসনের প্রতিটিতে জোটের ভোট তৃণমূলের থেকে অনেকটাই বেশি ৷

    লোকসভা নির্বাচন ২০১৪, জোট ও তৃণমূলের ব্যবধান ৷ রইল পরিসংখ্যান ৷

    কেন্দ্র কত ভোটে এগিয়ে বিজেপি ভোটহবিবপুর ৪০২৭৭ ১৯.৫৩গাজোল ৫৪২৯৯ ১৭.৯৫

    চাঁচোল ৯৭৯৬৯ ১২.১০হরিশ্চন্দ্রপুর ৯৩৩৭৮ ৮.৮৯মালতিপুর ৮৮৩৩৯ ৮.২৮রতুয়া ৯৯৬২৩ ১১.৭৭মানিকচক ৪৫০৬৯ ১৬.৮৯মালদহ ৪৭৮২৪ ২৮.৩৯ইংরেজবাজার ৩১১৯৫ ৩৯.৫০মোথাবাড়ি ৫১৩৬৬ ১৮.১৩সুজাপুর ৬৩৮৪৪ ৮.১৭বৈষ্ণবনগর ৪০৩৭৮ ২৯.৫০

    এই পাটিগণিতের জোরেই কংগ্রেস বলছে, তৃণমূল মালদহে খাতা খুলতে পারবে না। কিন্তু যে কথা বলছে না তা হল তিনটে আসনে এখানে বিজেপি ফ্যাক্টর কাজ করবে। ইংরেজবাজার, মালদা ও বৈষ্ণবনগর। শেষ লোকসভা নির্বাচনে ইংরেজবাজারে বিজেপি প্রথম আর বৈষ্ণবনগর আর মালদা সদরে দ্বিতীয় স্থানে ছিল বিজেপি। এবার সেই বিজেপি ভোট কোন দিকে যাবে। প্রশ্ন এটাও। ইংরেজবাজার ও মানিকচকে প্রার্থী বিদায়ী মন্ত্রিসভার দুই সদস্য। কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী ও সাবিত্রী মিত্র। জেলা রাজনীতিতে দুজনের বিরোধের কথা সবাই জানেন। তাঁদের সামনেও কঠিন চ্যালেঞ্জ। এখন দেখার ভোটে জেতার স্বার্থে দুজনের রাজনৈতিক রসায়নে কোন পরিবর্তন আসে কিনা। হরিশ্চন্দ্রপুর ও মালতিপুরে জোট হয়নি। লড়ছে বাম শরিকরা। এই দুই কেন্দ্রে জোট না হওয়ার ফয়দা তুলতে পারে কিনা শাসক দল । কারণ ভোট কাটাকাটির অঙ্কে বিরোধী ভোট তিনভাগ হলে সুবিধা শাসক দলের। অবিশ্বাসের চোরাস্রোতও রয়েছে দুই শিবিরে। তার লাভ তুলতে চাইছেন কৃষ্ণেন্দু-সাবিত্রীরা।

    রিপোর্ট: অরূপ দত্ত

    First published:

    Tags: BJP, Congs, Cpim, Malda, TMC, West Bengal Asembly Election 2016, West Bengal Assembly Election