অমানবিক রেল, লাইনে পড়ে মৃতদেহ, তার উপর দিয়েই চলছে ট্রেন

চুড়ান্ত অমানবিকতার দৃষ্টান্ত দেখা গেল কোচবিহারে ৷ ট্রেনে কাটা পড়ে মারা যাওয়ার পর মহিলার মৃতদেহ পড়ে রইল লাইনেই আর একের পর এক ট্রেন চলে গেল মৃতদেহের উপর দিয়ে ৷ ট্রেনে কাটা পড়ার পর একঘণ্টা কেটে গেলেও ভ্রুক্ষেপ নেই রেল কর্তৃপক্ষের ৷ যাত্রীদের অভিযোগ, মৃতদেহ সরাতে বার বার বলা সত্ত্বেও রেলের তরফে কোনও সাড়া মেলেনি ৷

আরও পড়ুন...
  • Last Updated :
  • Share this:

    #কোচবিহার: চুড়ান্ত অমানবিকতার দৃষ্টান্ত দেখা গেল কোচবিহারে ৷ ট্রেনে কাটা পড়ে মারা যাওয়ার পর মহিলার মৃতদেহ পড়ে রইল লাইনেই আর একের পর এক ট্রেন চলে গেল মৃতদেহের উপর দিয়ে ৷ ট্রেনে কাটা পড়ার পর একঘণ্টা কেটে গেলেও ভ্রুক্ষেপ নেই রেল কর্তৃপক্ষের ৷ যাত্রীদের অভিযোগ, মৃতদেহ সরাতে বার বার বলা সত্ত্বেও রেলের তরফে কোনও সাড়া মেলেনি ৷

    মঙ্গলবার কোচবিহারের ঘোকসাডাঙায় দিল্লি-গুয়াহাটি এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু হয় এক মহিলার ৷ বহু সময় কেটে গেলেও ট্র্যাক থেকে মৃতদেহ সরানোর কোনও উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট স্টেশন কর্তৃপক্ষ ৷ মৃতদেহের উপর দিয়ে চলে যায় একের পর এক ট্রেন ৷ ক্রমাগত আরও ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে যেতে থাকে মৃতদেহ ৷ মর্মান্তিক এই দৃশ্য দেখে অসুস্থ হয়ে পড়েন বহু যাত্রী ৷ স্টেশন মাস্টারের ঘরে গিয়ে বিক্ষোভ দেখান স্থানীয়রা ৷ তাদের অভিযোগ, বহু অনুরোধ-উপরোধে কোনও কাজ হয়নি ৷ অন্যদিকে, রেলকর্মীরা অভিযোগ করেন, রেল পুলিশ দেরি করে আসায় তারা মৃতদেহ সময় মতো সরাতে পারেননি ৷ রেলপুলিশের পাল্টা অভিযোগ, রেলকর্মীরা তাদের খবর দিতে দেরি করেছে ৷ পারস্পরিক দোষারোপের পালার মাঝে লাইনেই পড়ে থাকে মহিলার মৃতদেহ ৷

    First published:

    Tags: Cooch behar, Deadbody, Deadbody left on railway track, Inhumanity, Rail Accident, Railway Track, Woman Deadbody