#দার্জিলিং: গতকালই বিস্ফোরণে কেঁপে উঠেছিল দার্জিলিং। ছয়মাইলে তাগদার পুলিশ আউটপোস্টে আইইডি বিস্ফোরণ হয়। আউটপোস্টটি বন্ধ থাকায় কেউ হতাহত হননি।
এরপর সোমবার লেবং থেকে উদ্ধার হল জিলেটিন স্টিকের মত বিস্ফোরক। ঘটনায় ১জনকে আঠক করেছে পুলিশ ৷ দার্জিলিং বিস্ফোরণের সঙ্গে যোগ রয়েছে ৷ এই সন্দেহেই তাকে আটক করা হয়েছে ৷
গোপন সূত্রে খবর পেয়ে আজ মোর্চা সমর্থকদের বাড়িতে হানা দেয় পুলিশ ৷ সেখান থেকে জিলেটিন স্টিক উদ্ধার করা হয়েছে ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷ গোটা এলাকাজুড়ে তল্লাশি চালাচ্ছে বিশাল পুলিশ বাহিনী ৷ বিস্ফোরণ ঘটনা ছক থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে ৷
আজও শুনশান পাহাড়। স্তব্ধ জনজীবন। দোকানপাট-বাজারহাটও খোলেনি। রাস্তায় দেখা নেই যানবাহনেরও। গতকাল বিনয় তামাং হুঁশিয়ারি দেন, দু-তিনদিনের মধ্যে ঠিক না হলে জোর করে পরিস্থিতি স্বাভাবিক করা হবে। পাহাড়বাসী চাইছেন বন্্ধ প্রত্যাহার হোক। ১২ তারিখের উত্তরকন্যার বৈঠকের দিকেই তাকিয়ে পাহাড়ের মানুষ।