Home /News /north-bengal /
উত্তরবঙ্গে ফের শুরু বৃষ্টি, বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা

উত্তরবঙ্গে ফের শুরু বৃষ্টি, বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা

উত্তরবঙ্গে ফের শুরু বৃষ্টি, বন্যা পরিস্থিতি অবনতির আশঙ্কা

 • Share this:

   #মালদহ: জল কমলেও এখনও চরম বিপদসীমার উপরে বইছে মহানন্দা। তার উপর সকাল থেকে নতুন করে বৃষ্টি শুরু হয়েছে মালদহে। জেলার বিভিন্ন অংশে মাঝারি বৃষ্টিতে চিন্তার ভাঁজ বানভাসিদের কপালে।

  এখনও জলের তলায় রয়েছে হরিশ্চন্দ্রপুর, চাঁচল, রতুয়া, গাজোল ও বামনগোলা ব্লকের বেশিরভাগ এলাকা । জলবন্দি হয়ে আছে ইংরেজবাজার ও পুরাতন মালদহ পুরসভার অন্তত ১৫ ওয়ার্ড।

  জেলায় বন্যা কবলিত মানুষের সংখ্যা ১২ লক্ষেরও বেশি। ৩৪ নং জাতীয় সড়কে জল কমায় ধীর গতিতে চলছে গাড়ি। বৃষ্টি না কমলে আরও সমস্যা বাড়ার সম্ভাবনা মালদহে। সকাল থেকে ত্রাণ বিলি করছে পুলিশ- প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংস্থাগুলি।

  First published:

  Tags: Maldah, North Bengal, North Bengal Flood, Raining in north bengal

  পরবর্তী খবর