#আলিপুরদুয়ার: জয়গাঁয় মিষ্টির দোকানে আগুন ৷ শনিবার দুপুর বারোটা নাগাদ মিষ্টির দোকানে আগুন লাগায় আতঙ্ক ছড়ায় এলাকায় ৷
জানা গিয়েছে, জয়গাঁ ভূটান গেটের সামনে একটি বেসরকারি হোটেলের বিল্ডিংয়ের মিষ্টির কারখানায় আগুন লেগে যায় ৷ কালো ধোঁয়ায় ভরে যায় ৷ আচমকা প্রচন্ড জোরে একটি আওয়াজ হয় ৷ গ্যাস সিলিন্ডার ফেটে আগুন লাগে ৷ কারখানার সমস্ত কর্মচারী তড়িঘড়ি বেরিয়ে আসে বাইরে ৷ ঘটনায় হতাহতের কোনও খবর নেই ৷ তবে বেশ অনেকটাই ক্ষতি হয়েছে বলে আশঙ্কা করা হয়েছে ৷
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের চারটি ইঞ্জিন ৷ প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ৷ বিল্ডিংয়ে সঠিক অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে ৷
এদিন সকালেই হাওড়ার কদমতলা বাজারের অনেকটা অংশ আগুনে পুড়ে যায় ৷ শনিবার ভোর পাঁচটা নাগাদ আগুন লাগে। দমকলের দশটি ইঞ্জিনের চেষ্টায় প্রায় চার ঘণ্টা পর আগুন নেভে। ততক্ষণে পুড়ে খাক শ'তিনেক দোকান।
আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণও নির্দিষ্ট করে বলা যায়নি। তবে ব্যবসায়ীদের দাবি, কয়েক কোটি টাকার সম্পত্তি নষ্ট হয়েছে। তাই পুজোর মুখে মাথায় হাত কদমতলা বাজারের কয়েকশো দোকানির।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bengali News, ETV News Bangla, Fire, Fire Engines, Fire In Sweet Shop, Fire Tenders