#রায়গঞ্জ: চুরি করতে এসে গৃহকর্ত্রীর হাতে ধরা পরল শিশু-সহ এক মহিলা। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ শহরের মিলনপাড়াতে।
দিনের বেলায় এভাবে চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে এলাকায়। ধৃত ওই মহিলাকে পাড়ার লোকজন আটকে রেখে মারধর করে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন স্থানীয় কাউন্সিলর ও পুলিশ।পাড়ার বাসিন্দারাই পুলিশের হাতে তুলে দেয় শিশু-সহ ওই মহিলাকে। মিলনপাড়ার বাসিন্দা শিখা ঘোষ বাজার যাওয়ার জন্য বাড়ির অন্য একটি ঘরে পোশাক পরিবর্তন করছিলেন। সেসময় বাড়িতে ঢুকে খাবার চায় ইটাহারের বাসিন্দা জনৈক মনীষা বেদ নামে এক মহিলা। তার সঙ্গে এক শিশুও ছিল। এরপর বাড়ি ফাঁকা পেয়ে ঘরে ঢুকে আলমারি খুলে টাকা ও সোনার গয়না নেওয়ার চেষ্টা করে সে। সেইসময়ই ঘরে ঢুকে পরেন শিখা দেবী। হাতে নাতে ধরে ফেলেন মহিলা চোরকে।
শিখাদেবীর চিৎকারে পাড়ার লোকজন ছুটে আসেন। চলে মারধর, এরপরই ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় কাউন্সিলর পুষ্পা মজুমদার। খবর দেওয়া হয় রায়গঞ্জ মহিলা থানায়। পুলিশ এসে শিশু-সহ ওই মহিলাকে গ্রেফতার করে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Raiganj, Theft Case, চুরি, রায়গঞ্জ