জয়েন্টে দেবমাল্যর সাফল্যে খুশির হাওয়া কোচবিহারে

উচ্চমাধ্যমিক-এর পর জয়েন্টের মেধা তালিকায় প্রথম দশে জায়গা পেল কোচবিহার জেনকিন্স স্কুলের ছাত্র দেবমাল্য সরকার।

  • Last Updated :
  • Share this:

    #কোচবিহার: উচ্চমাধ্যমিক-এর পর জয়েন্টের মেধা তালিকায় প্রথম দশে জায়গা পেল কোচবিহার জেনকিন্স স্কুলের ছাত্র দেবমাল্য সরকার। তাঁর এই সাফল্যে স্বভাবতই এখন খুশির হাওয়া কোচবিহারে।

    প্রতিবছরই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে বোর্ডে ভাল ফল করে কোচবিহার জেনকিন্স স্কুলের ছাত্ররা। দিন কয়েক আগে উচ্চমাধ্যমিক এর রেজাল্ট বেরোলে দেখা যায় কোচবিহার জেনকিন্স স্কুলে ৪ ছাত্র বোর্ডের মেধা তালিকায় নবম স্থান পেয়েছে। তাদের প্রাপ্ত নম্বর ৪৮১। এই চারজনের মধ্যে অন্যতম ছিল দেবমাল্য সরকার।

    উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল বেরোনোর পর দেবমাল্য জানিয়েছিল সে ইঞ্জিনিয়ার হতে চায়। আজ দুপুরে জয়েন্টের ইঞ্জিনিয়ারিং এর ফল বেরোলে দেখা যায় মেধাতালিকায় সপ্তম স্থানে দেবমাল্য। ফল ঘোষণার পর দেবমাল্য জানায়, ‘‘ উচ্চমাধ্যমিকে মেধা তালিকায় প্রথম দশে জায়গা পাব এই আশা ছিল। কিন্তু জয়েন্টের মেধা তালিকায় জায়গা পাব এটা ভাবিনি।’ দেবমাল্য আরও জানায়, ‘‘ গত দুবছরের বেশি সময় ধরে উচ্চমাধ্যমিক-এর পাশাপাশি জয়েন্টের প্রস্তুটি নিয়েছিলাম। আজ ফল দেখে সত্যিই ভালো লাগছে।’’

    First published:

    Tags: Coochbehar, Debmalya Sarkar, WBJEE, কোচবিহার