#বারসত: চৌঁত্রিশ নম্বর জাতীয় সড়কের সম্প্রসারণ নিয়ে কাটল আইনি জটিলতা। হাইকোর্টে জমি অধিগ্রহণ মামলার নিষ্পত্তি। রাজ্যকে সুদসহ টাকা ফেরানোর নির্দেশ দিল আদালত। ছ'সপ্তাহের মধ্যে এই প্রক্রিয়া শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।
বারাসত থেকে শিলিগুড়ি পর্যন্ত বিস্তৃত ৩৪ নম্বর জাতীয় সড়ক। উত্তর ও দক্ষিণবঙ্গ সংযোগকারী অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা। ২০০৯ সালে ৩৪ নম্বর জাতীয় সড়কের পুরোটাই চার লেনের করার পরিকল্পনা নেওয়া হয়। তার পরের বছর কাজ শুরু করে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। কিন্তু জমি জটে উত্তর চব্বিশ পরগনার বারাসত থেকে উত্তর দিনাজপুরের ডালখোলা পর্যন্ত বিভিন্ন জায়গায় বারে বারে থমকে যায় সম্প্রসারণের কাজ। ক্ষতিপূরণের অঙ্ক নিয়ে সমস্যা দেখা দেওয়ায় হাইকোর্টের দ্বারস্থ হন ২৬৩ জন জমিদাতা। তারইমধ্যে মুর্শিদাবাদের সাতজন জমিদাতার মামলায় সোমবার নির্দেশ বিচারপতি তাপস মুখোপাধ্যায়ের। হাইকোর্টের নির্দেশ,
- জমিদাতাদের সুদসহ ক্ষতিপূরণের টাকা দিতে হবে - ২০১৩-র আইন অনুযায়ী দিতে হবে ক্ষতিপূরণ - ৬ সপ্তাহের মধ্যে জমিদাতাদের ক্ষতিপূরণ দিতে হবে রাজ্যকে - ১ জানুয়ারি ২০১৫ পর্যন্ত যাঁরা ক্ষতিপূরণ পাননি, তাঁরাই নয়া আইনে ক্ষতিপূরণ পাবেন
আদালতের হস্তক্ষেপে অবশেষে কাটল ক্ষতিপূরণ জট। আইনজীবীদের মতে, ক্ষতিপূরণ সংক্রান্ত বাকি ২৫৬টি মামলার ক্ষেত্রেও অনুরূপ নির্দেশ দিতে পারে হাইকোর্ট। সেক্ষেত্রে অনেকটাই মসৃণ হবে বারাসত থেকে ডালখোলা পর্যন্ত ৩৪ নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: ETV News Bangla, NH34, Road, Siliguri