#দার্জিলিং: ফের মোর্চা বিক্ষোভে অশান্ত পাহাড় ৷ কালিম্পঙের পেডং থানায় আগুন ধরিয়ে দেয় মোর্চা সমর্থকরা ৷ পাতলেবাসেও মোর্চা সমর্থকদের হামলার নিশানায় পুলিশ ৷ সব মিলিয়ে প্রবল উত্তপ্ত পাহাড় ৷
স্কুলে বাংলা পড়ানোর সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে পাহাড়ে অনির্দিষ্টকালের জন্য বনধ ৷ মোর্চা বনধের আজ চতুর্থ দিন ৷ ফের জঙ্গি আন্দোলনের পথে মোর্চা ৷ দলের বিক্ষোভ যে আরও হিংসাত্মক হতে চলেছে তার ইঙ্গিত মিলেছিল বুধবারই ৷ মিটিং করে বিমল গুরুং জানিয়ে দিয়েছিলেন, ‘আন্দোলনের তীব্রতা আরও বাড়বে ৷’
সেই মতোই এদিন সকাল থেকেই অ্যাকশনে মোর্চা ৷ পাতলেবাসে পুলিশের উপর আক্রমণ চালায় মোর্চা ৷ এসপি-র গাড়ি লক্ষ করে চলে মোর্চার পাথরবৃষ্টি ৷ তাদের থামাতে কাঁদানে গ্যাস ছোঁড়ে পুলিশ ৷ মোর্চা সমর্থকেরা পুলিশের থেকে উঁচু জায়গায় থাকায় সেরকম প্রভাব পড়েনি ৷ তাতে না দমে আরও হিংসাত্মক হয়ে ওঠে মোর্চা ৷ গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয় ৷ প্রায় সাড়ে চার-পাঁচ কিমি রাস্তা জুড়ে চলে পাথর ছোড়াছুড়ি ৷
সিংমারি ফেরার পথে জায়গায় জায়গায় পুলিশকে লক্ষ করে আচমকা হামলা মোর্চার। ভৌগলিক অবস্থানের সুবিধা নিয়ে উঁচু জায়গা থেকে পাথর ছুড়তে শুরু করে তারা।
মোর্চার ছোঁড়া পাথরে আহত সাংবাদিকরাও ৷ একইসঙ্গে মোর্চা সমর্থকদের বিরুদ্ধে সংবাদ মাধ্যমের গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় ৷ পেট্রোল বোমা ছোড়ার অভিযোগ ৷
বিক্ষোভে আটকে মহিলা পুলিশকর্মীরা৷ আটকে বেশ কয়েকজন সংবাদকর্মীও ৷ আশপাশের বাড়ির ছাদে উঠে পাথর ছুঁড়ছেন মোর্চা সমর্থকেরা ৷
মোর্চার তাণ্ডব অবশ্য এখানেই থামেনি। কালিম্পংয়ে হিলটপ লজে আগুন ধরানোর চেষ্টা করে মোর্চা সমর্থকরা। পুলিশ যেতেই অবশ্য চম্পট দেয় তারা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পাহাড়ের বিভিন্ন প্রান্ত থেকে পাতলেবাসে বাড়তি বাহিনী পাঠানো হচ্ছে ৷
সকালে ওসির অনুপস্থিতিতে কালিম্পঙের পেডং থানায় আগুন ধরিয়ে দেয় মোর্চা সমর্থকরা ৷ সেসময় টহলদারিতে বেরিয়েছিলেন থানার ওসি ৷
ওই অভিযানের পরেই দাঁত-নখ বের করে শুরু হয় আক্রমণ। পাতলেবাস থেকে বেরনোর মুখে তীব্র বিক্ষোভের মুখে পড়ে পুলিশ বাহিনী। তিন আইপিএস অফিসার সিদ্ধিনাথ গুপ্তা, জাভেদ শামিম ও অজয় নন্দাকে ঘিরেও চলে বিক্ষোভ।
উত্তেজনা ছড়ানোর অভিযোগে তিন মোর্চা নেতাকে গ্রেফতার করে পুলিশ। কার্শিয়ং থেকে গ্রেফতার মোর্চা নেত্রী করুণা গুরুং। পেডং ফাঁড়িতে হামলার অভিযোগে গ্রেফতার মোর্চা নেতা বিনোদ প্রধান। আর কালিম্পঙে গ্রেফতার ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বরুণ ভুজেল।
#DarjeelingUnrest -- A media vehicle set on fire by alleged Gorkha Janmukti Morcha supporters; stones pelted on security forces. (ANI) pic.twitter.com/IbYcb2b28T
— News18 (@CNNnews18) June 15, 2017