আলিপুরদুয়ারেও ঝড় শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গোটা জেলায় ৫০০ বেশি বাড়ি ভেঙে পড়েছে। গাছ ভেঙে মারা গিয়েছেন একজন। নাম সুমতি দাস। কামাখ্যাগুড়ির পশ্চিম চেপানির বাসিন্দা। সকাল থেকে বিভিন্ন এলাকায় পরিদর্শনে প্রশাসনিক আধিকারিকেরা।
আগের দিন রাতের আকস্মিক ঝড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হল কোচবিহারের তুফানগঞ্জ। মুহূর্তের ঝড়ে ভেঙে পড়েছে একাধিক বাড়ি৷ এছাড়াও গাছ পড়ে বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন হয়েছে গ্রামে (Bangla News)। কোচবিহারের তুফানগঞ্জের (North Bengal Storm) রামপুরে গত রাতে ঝড় চলে প্রায় আধঘণ্টা। তাতেই লণ্ডভণ্ড গ্রাম।
আবহাওয়া দফতরের পূর্বঘোষণা অনুযায়ী ডুয়ার্সে ব্যাপক শিলাবৃষ্টি হয় গতকাল। ডুয়ার্সের বানারহাট এলাকায় বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক বৃষ্টি হয়। কারবালা চা বাগানে সবুজ ঘাস ঢেকে যায় শিলে। বানারহাট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে চলেছে শিলাবৃষ্টি। এক একটি শিলের ওজন কম করে ৫০ গ্রাম থেকে ১০০ গ্রাম ওজন। স্থানীয় সূত্রে খবর, শিলের কারণে সাদা হয়ে গিয়েছে সবুজ ঘাস। তবে শিলাবৃষ্টির জেরে বেশ কিছু এলাকা বিদ্যুৎহীন।
রাস্তায় গাছ উপড়ে বারোবিষা ও রামপুর এলাকার মধ্যে রাজ্য সড়কে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ঝড়ের দাপটে উপড়ে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি। অধিকাংশ বাড়ির ঘরের টিন উড়ে যায়। যদিও যুদ্ধকালীন পরিস্থিতিতে চলছে উদ্ধার কাজ। ঘটনাস্থলে পৌঁছে গাছ সরাতে হাত লাগিয়েছে তুফানগঞ্জের দমকলকর্মীরা। তুফানগঞ্জ ২ ব্লকের বিডিও প্রসেনজিত কুন্ডু জানান ঝড়ে ব্যাপক ক্ষতি হয়েছে এলাকায়। প্রশাসন খবর পেয়ে রাত থেকেই এলাকায় ছিল। ঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে সব সময় থাকবে প্রশাসন।
Published by:Rachana Majumder
First published:
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।