corona virus btn
corona virus btn
Loading

৩ বন্ধুর সঙ্গে নদীতে, 'রহস্যজনক ভাবে' তলিয়ে মৃত উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ছাত্র

৩ বন্ধুর সঙ্গে নদীতে, 'রহস্যজনক ভাবে' তলিয়ে মৃত উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ছাত্র
নদীতে তলিয়ে মৃত্যু

এ দিন সকালে বাগডোগরায় কমলপুর চা বাগানের কাছে একটি পাহাড়ি নদীতে স্নান করতে নামেন ৩ বন্ধু৷ তিনজনেই উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ছাত্র৷

  • Share this:

#শিলিগুড়ি: নদীতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত্যু হল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের৷ ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির বাগডোগরায়৷ ৩ বন্ধু নদীতে স্নান করতে নেমেছিল আজ অর্থাত্‍ বৃহস্পতিবার স্নান করতে নেমেছিল নদীতে৷ এক বন্ধু তলিয়ে যায়৷

এ দিন সকালে বাগডোগরায় কমলপুর চা বাগানের কাছে একটি পাহাড়ি নদীতে স্নান করতে নামেন ৩ বন্ধু৷ তিনজনেই উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ছাত্র৷ জানা গিয়েছে, স্নান করতে নেমে খানিক বাদেই তলিয়ে যান কিঞ্জল সেন৷

নিহত কিঞ্জল সেনের বাড়ি জ্যোতিনগরে৷ কিঞ্জলের পরিবারের দাবি, কিঞ্জল সাঁতার জানতো৷ ঘটনার তদন্তে নেমেছে পুলিশ৷

আরও ভিডিও: ময়ূরাক্ষী নদীতে তলিয়ে যাওয়া ছাত্রের দেহ উদ্ধার

First published: August 22, 2019, 10:04 AM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर