#জলপাইগুড়ি: বর্ষার পরে তাপপ্রবাহ শুরু হয়েছে উত্তরবঙ্গ জুড়ে। এর ফলে সবচাইতে বেশি সমস্যায় পড়েছে ছাত্রছাত্রীরা। ইতিমধ্যেই দিনহাটা কলেজের এর ছাত্রীর মৃত্যু হয়েছে গরমের কারণে। এদিকে গরমের ছুটির পরে নতুন করে গরম পড়াতে কী পদক্ষেপ করা যায় তা নিয়ে চিন্তা শুরু করেছে প্রশাসন। এসএফআই দাবি করেছে স্কুলের সময় এগিয়ে নিয়ে এসে সকালের দিকে করতে। অর্থাৎ, মর্নিং স্কুল করে গরম থেকে ছাত্রছাত্রীদের রেহাই দেওয়ার জন্য। (SFI on North Bengal Weather)
সংগঠনের রাজ্য কমিটির তরফে এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, 'বিগত দুই সপ্তাহ ধরে স্বাভাবিকের তুলনায় উত্তরবঙ্গের আবহাওয়ার ব্যাপকভাবে বদল ঘটেছে। বিগত সপ্তাহগুলো জুড়ে দেখা দিয়েছে অস্বাভাবিক তাপপ্রবাহ গোটা উত্তরবঙ্গ জুড়ে। যেই সময়ে আমাদের রাজ্যের সরকার গোটা রাজ্যজুড়ে ছুটি ঘোষণা করেছিল গরমের কারণে সেই সময়ে গোটা উত্তরবঙ্গ জুড়ে ভারি বর্ষা চলছিল এবং বিগত দুবছর এই তাপপ্রবাহ ছিল না। রাজ্যের সঙ্গে সঙ্গে সেই সময়ে উত্তরবঙ্গেও গরমের ছুটি ঘোষণা করা রাজ্য সরকারের পক্ষ থেকে কার্যত অবৈজ্ঞানিক।'
আরও পড়ুন: উপরাষ্ট্রপতি নির্বাচনে তৃণমূলের রণকৌশল নিয়ে ধন্দ, মুখে কুলুপ শীর্ষ নেতৃত্বের
বিবৃতিতে আরও বলা হয়েছে, 'এই মুহুর্তে দাঁড়িয়ে যখন প্রত্যেকদিন একের পর এক ছাত্রছাত্রীরা স্কুলে গিয়ে বা স্কুল যেতে গিয়ে অসুস্থ হয়ে পড়ছে এই সময়ে দাড়িয়ে আমরা ভারতের ছাত্র ফেডারেশন বৈজ্ঞানিক পদ্ধতিতে বিবেচনা করে ও আবহাওয়ার উপর নজর রেখে গোটা বিষয়টাকে সরকারের আকর্ষণে আনছি। ইতিমধ্যেই দিনহাটা কলেজের এক ছাত্রী এই তীব্র দাবদাহের কারণে প্রাণ হারিয়েছে। সরকারের অবৈজ্ঞানিক ও দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমরা। এর সঙ্গে আমরা দাবি জানাচ্ছি অবিলম্বে স্কুলের সময় এগিয়ে এনে অর্থাৎ মর্নিং স্কুল করে সকল ছাত্রছাত্রীদের স্কুলে আসার ব্যবস্থা করতে হবে।'
আরও পড়ুন: চল্লিশ বছর পর কাশীপুর গান এন্ড সেল ফ্যাক্টরির ইউনিয়ন দখল বামেদের
যদিও খাতায় কলমে বর্ষাকাল। শুধু বর্ষা নয়, ক’দিন আগেই বৃষ্টির দাপটে জেরবার হয়ে গিয়েছিল উত্তরবঙ্গ। চারদিকে জল থৈ থৈ। আর এখন সম্পূর্ণ উল্টোচিত্র। এতটাই তীব্র গরম যে বাইরে বেরনো যাচ্ছে না। তাই এবার উত্তরবঙ্গে মর্নিং স্কুলের দাবি উঠল। এর আগে রাজ্যজুড়ে যখন গরমের ছুটির কথা ঘোষণা করা হয়েছিলো তখন উত্তরবঙ্গে সেরকম গরম না থাকায় সেখানে স্কুল খোলার দাবি উঠেছিল। এখন গরমের ছুটির পর নতুন করে গরম পড়ায় আবার স্কুল বন্ধের দাবিও উঠছে কোনও কোনও মহল থেকে। সেই জায়গায় দাড়িয়ে স্কুল খোলা রেখেই কী ভাবে পঠন পাঠন চালানো যায় সেই রাস্তা খুঁজতে গিয়ে স্কুলের সময় এগিয়ে আনার দাবি জানানো হয়েছে বলে দাবি এসএফআই নেতৃত্বের।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।