#নকশালবাড়ি: বাসন পরিস্কার করার নাম করে লক্ষাধিক টাকার সোনা চুরি করে পালাল দুস্কৃতীর দল। ঘটনাটি ঘটেছে নকশালবাড়ির বড় মনিরাম জো-তে। তামার বাসন পরিস্কার করতে করতে হাতে পাথর রেখে হিপনোটাইজ করে সোনা নিয়ে চম্পট দেয় দুস্কৃতীরা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়, নকশালবাড়ি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। প্রতারিত দিব্যা শর্মা জানান, '' বাড়িতে ঢুকে বাসন পরিস্কার করার কথা বলে কয়েকজন লোক। আমি রাজি হই! এরপর, হাতে একটা পাথর দিয়ে বলে বাড়িতে যা সোনা আছে নিয়ে আসতে, তখন অলরেডি আমি ঘোরে চলে গিয়েছি! আর কিছু বুঝতে পারিনি। সোনার আংটি, গলার চেন ও লকেট নিয়ে চম্পট দেয় দুস্কৃতীরা।'' গোটা ঘটনার তদন্তে নেমেছে নকশালবাড়ি থানার পুলিশ।
অন্যদিকে, রাজ্য সরকারের দেওয়া অনগ্রসর সম্প্রদায়ের ছাত্র ছাত্রীদের স্কলারশিপের কোটি কোটি টাকা লোপাটের অভিযোগ উঠল উত্তর দিনাজপুরে। প্রথমে পড়ুয়াদের কাস্ট সার্টিফিকেটের নথি জোগাড় করা। তারপর ওই নথি দিয়ে রাজ্য সরকারের OASIS পোর্টালে নাম নথিভুক্ত করা। জেলার বিভিন্ন কলেজের পড়ুয়া দেখিয়ে ভুয়ো অ্যাকাউন্ট বানিয়ে রাজ্য সরকারের দেওয়া কোটি কোটি টাকা লোপাট করছে একটি চক্র।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: North bengal news