Elephant attack: ডুয়ার্সে হাঁড়িয়া গন্ধে মত্ত হাতির তাণ্ডব! দুটি বাড়ি ভাঙচুর, আতঙ্কিত গ্রামবাসীরা
- Published by:Ratnadeep Ray
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
Elephant Attack: হারিয়ার গন্ধে মত্ত হাতি! হারিয়া না পেয়ে এদিক ওদিক ছোটাছুটি করে গ্রাম দাপাল একটি হাতি। কাণ্ড জানলে মাথায় হাত পড়বে আপনারও। রীতিমত আতঙ্কিত গ্রামবাসীরা।
জলপাইগুড়ি: হাঁড়িয়ার গন্ধে মত্ত হাতি! হাঁড়িয়া না পেয়ে এদিক ওদিক ছোটাছুটি করে গ্রাম দাপাল একটি হাতি। কাণ্ড জানলে মাথায় হাত পড়বে আপনারও। রীতিমতো আতঙ্কিত গ্রামবাসীরা।
জানা গিয়েছে, ডুয়ার্সের ডায়না রেঞ্জের জঙ্গল থেকে বেরিয়ে আসা একটি হাতি এলাকার মধ্যে তাণ্ডব চালায়। হাঁড়িয়ার গন্ধে বিভ্রান্ত হয়ে জঙ্গল থেকে বেরিয়ে আসার পর, হাতিটি এলাকায় ব্যপক ক্ষতি করে বলেই খবর। এর ফলে দু’টি বাড়ি চরম ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু চেষ্টার পর বন দফতরের কর্মীরা হাতিটিকে জঙ্গলে ফিরিয়ে আনতে সক্ষম হন।
advertisement
advertisement
লোকালয়ে বন্যপ্রাণীর আনাগোনা রুখতে জঙ্গল সংলগ্ন এলাকায় নজরদারি চালান বনকর্মীরা। এদিনও রাতভর এলাকা পাহারায় ছিলেন ডায়না রেঞ্জের বনকর্মীরা। তবে ভোরের দিকে, পাহারা চলে যাওয়ার পর হামলা চালায় একটি দলছুট হাতি। এই হামলায় দুটি শ্রমিক আবাস ক্ষতিগ্রস্ত হয়। ফলে, ওই পরিবারের সদস্যরা শীতের রাতে কোথায় আশ্রয় নেবেন তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন।
advertisement
বনদফতরের ডায়না রেঞ্জের রেঞ্জার অশেষ পাল বলেন, “একসঙ্গে একাধিক স্থানে হাতি বেরিয়েছে। হামলা রুখতে বনকর্মীরা যথাসম্ভব চেষ্টা করছেন, তবে মাঝে মাঝে এই ধরনের দুর্ঘটনা ঘটেই যাচ্ছে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক।” স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দাঁতালটি ডায়নার জঙ্গল থেকে বেরিয়ে ধরণীপুর চা বাগানের কালীখোলা লাইনে ঢোকে। বনকর্মীরা খবর পেয়ে সেখানে পৌঁছান। রাতভর তারা তৎপর থাকলেও, ভোরে ফিরে আসার পর হাতিটি দু’টি বাড়ি ভাঙচুর করে।
advertisement
ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সদস্যরা বললেন, “আমরা কোনও মতে প্রাণে বাঁচলেও, আমাদের ঘরে মজুত থাকা চাল, আটা ও অন্যান্য আনাজপাতি সবকিছু হাতিটি সাবাড় করে দিয়েছে।”
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 07, 2024 12:25 AM IST

