#আলিপুরদুয়ার: মরশুমের প্রথম কালবৈশাখি উত্তরবঙ্গে ৷ প্রায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে হাওয়া বইছে ৷ ঘন কালো মেঘে ঢেকে গিয়েছে আকাশ ৷ আলিপুরদুয়ার এবং কোচবিহারে কালবৈশাখির জেরে উপচে গিয়েছে একাধিক গাছ ৷ ঝড়-বৃষ্টিতে বিদ্যুৎ পরিষেবা বিপর্যস্ত ৷ আগামী দু’ঘন্টায় আরও ঝড় বৃষ্টির আশঙ্কা করেছে আবহাওয়া দফতর ৷
উত্তরবঙ্গে ঝড় বৃষ্টি হলেও এখনই বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতায় ৷ আকাশ মেঘলা থাকলেও ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই৷ তবে, সপ্তাহান্তে কলকাতাসহ রাজ্যুজুড়েই বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে ৷
গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ঝাড়খন্ডের উপর একটি ঘূর্নাবর্তের সৃষ্টি হয়েছে ৷ রয়েছে পূর্ব-পশ্চিম নিম্নচাপ অক্ষরেখাও ৷ বিহার-অসম-মণিপুর পর্যন্ত বিস্তৃত এই অক্ষরেখা ৷ তার জেরেই জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে ৷ ফলে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে মেঘলা আকাশ থাকবে দিনভর ৷ সপ্তাহ শেষে হতে পারে ঝড়-বৃষ্টিও ৷ তবে উত্তরবঙ্গে আজ থেকেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Kalbaishakhi, North Bengal, Rain