#মালদহ: গ্রামে যেন বিনা কারণে মাছিরও ফাঁক গলে যাওয়ার উপায় নেই। গ্রামে ঢোকার চারদিকের রাস্তায় দেওয়া হযেছে বাঁশের ব্যারিকেড। সঙ্গে বোর্ডে লিখে দেওয়া হয়েছে- ‘গ্রামে প্রবেশ নিষেধ’। ফোনে যোগাযোগ করে গ্রামে প্রবেশ করুন। শুধু ব্যারিকেড তৈরিই নয়, গ্রামের যুবকেরা রীতিমতো পালা করে নজরদারিও চালাচ্ছেন যাতে কেউ নিষেধাঞ্জা অমান্য না করে।
এই ছবি মালদহের কোতুয়ালি গ্রাম পঞ্চায়েতের বাগবাড়ি গ্রামে। করোনা থেকে সামাজিক দুরত্ব বজায় রাখতে এমনই উপায় বেছে নিয়েছেন গ্রামের মানুষ। উদ্দেশ্য করোনার মতো মহামারি থেকে গ্রাম ও গ্রামবাসীকে রক্ষা করা। লকডাউনের প্রথম কয়েকদিন গ্রামে অবাধে যাতায়াত করছিল সবজী বিক্রেতা,মাছ বিক্রেতা,বিভিন্ন ফেরিওয়ালা, অনেক অচেনা লোকজন। বারবার বললেও ভিড় জমায়েত কমছিল না। কারন বিক্রেতারা এলেই গ্রামের রাস্তায় একসঙ্গে ভিড় করছিলেন অনেকেই। সমস্যা আরও বাড়ে গ্রামের বেশ কযেকজন যুবক ভিন রাজ্য থেকে বাড়ি ফেরার সম্ভাবনায়। শেষে গ্রামবাসীরা ঠিক করেছেন ভিন রাজ্য থেকে গ্রামের যুবকেরা ফিরলেও আগে তাঁদের স্বাস্থ্য পরীক্ষা করানো হবে। এভাবেই বাঁশের ব্যারিকেড দিয়েই সামাজিক দুরত্ব নিশ্চিত করতে চাইছেন বাগবাড়ির গ্রামবাসিরা। দৈনিক প্রয়োজনে যারা গ্রাম থেকে বের হচ্ছেন বা ফিরছেন তাঁদেরকেও অনেক ক্ষেত্রেই জেরার মুখে পড়তে হচ্ছে।
সেবক দেবশর্মা
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, Lockdown, Maldah