#মালদহ: নিউজ ১৮ বাংলার খবরের জেরে ২৪ ঘন্টার মধ্যেই মালদহে ভূতনিতে তড়িঘড়ি রাস্তা সংস্কারের উদ্যোগ নিল জেলা পরিষদ। গতকাল, বুধবার মালদহের ভূতনির গোবর্ধন টোলায় বেহাল রাস্তায় আটকে যায় অ্যাম্বুলেন্স। ফলে পরিযায়ী শ্রমিক এবং করোনা আক্রান্তদের পরিবারের লোকজনের লালারসের নমুনা সংগ্রহ করতে যেতে পারেনি মেডিক্যাল টিম। বেহাল রাস্তায় অ্যাম্বুলেন্স ফেঁসে যাওয়ায় মাঝপথ থেকেই ফিরে আসতে হয় তাঁদের। বুধবার নিউজ ১৮ বাংলায় এক্সক্লুসিভ সেই ছবি ও খবর প্রকাশিত হয়। এরপরেই টনক নড়ে জেলা পরিষদের। অবিলম্বে বেহাল রাস্তা চলাচলের উপযুক্ত করার নির্দেশ দেন মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌরচন্দ্র মণ্ডল।
বৃহস্পতিবার এলাকায় পৌছন মালদার জেলা পরিষদের ইঞ্জিনিয়ারদের দল। বেহাল রাস্তার পরিস্থিতি খতিয়ে দেখেন তাঁরা। বেহাল ওই এলাকায় মাপজোক করেন ইঞ্জিনিয়ারেরা। ঠিক হয়েছে কাল শুক্রবার থেকেই এলাকায় রাস্তা মেরামতের কাজ শুরু হবে। আগামিকাল স্বাস্থ্যকর্মীদের দলও যাত লালারসের নমুনা সংগ্রহ করতে এলাকায় যেতে পারে তাঁরও ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে প্রশাসন। বুধবার লালারসের নমুনা সংগ্রহ করতে যাওয়ার পথে মেডিক্যাল টিমের সদস্যদের অ্যাম্বুলেন্স দুর্ঘটনার কবলে পড়ে। কয়েকজন স্বাস্থ্য কর্মী চোট আঘাতও পান। জানা গিয়েছে আপাতত অস্থায়ী ভাবে রাস্তা মেরামতের কাজ হবে। পরে টেণ্ডার করে স্থায়ী উদ্যোগ নেওয়া হবে।
Sebak Deb Sarma
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Ambulance, Malda, Road Condition