#শিলিগুড়ি: পাহাড়ের কোলে সুইমিং পুল। অবাক হচ্ছেন। আসলে কার্শিয়ঙের বেলটার আপনাকে অবাক করার জন্যই তৈরি। চা বাগানের গায়ে পায়ে পায়ে চারদিন কাটাতে পারেন পাহাড়ি এই গ্রামে। চারপাশ শুধুই সবুজ। চোখ যতদূর যায় শুধুই পাহাড়। তার কোল বেয়ে আপনাকে ডাকছে বেলটার। লাল ইটের গায়ে সবুজ চালা। এ ভাবেই সেজে উঠেছে কার্শিয়ঙের এই নতুন পর্যটন কেন্দ্র।
টুং থেকে মাত্র সাত কিলোমিটার দূরে উত্তরবঙ্গের এই বেলটার। দার্জিলিং থেকে দূরত্ব পঁচিশ কিলোমিটার। আর শিলিগুড়ি থেকে গাড়ি নিলে আপনাকে যেতে হবে বত্রিশ কিলোমিটার। বেলটারের মূল আকর্ষণ সুইমিং পুল। চা বাগান ঘেরা এই পর্যটন কেন্দ্রে থাকার জন্য থাকছে কটেজ। তা-হলে আর দেরি কেন ? চটপট ব্যাগ গুছিয়ে নিন। বেড়িয়ে পড়ুন নতুন বেলটারকে দেখতে। পুজোর ক’টা দিন পায়ে পায়ে কাটিয়ে আসতেই পারেন কার্শিয়ঙের এই গ্রাম থেকে।