Football World Cup 2018

ব্লু হোয়েলের পর এবার হাজির নতুন ‘সুইসাইড’ গেম সল্ট অ্যান্ড আইস

Dolon Chattopadhyay | News18 Bangla
Updated:Aug 31, 2017 01:24 PM IST
ব্লু হোয়েলের পর এবার হাজির নতুন ‘সুইসাইড’ গেম সল্ট অ্যান্ড আইস
Dolon Chattopadhyay | News18 Bangla
Updated:Aug 31, 2017 01:24 PM IST

#শিলিগুড়ি: আত্মহত্যা করতে সমুদ্রের তীরে দল বেঁধে আসে নীল তিমির দল। বিচড হোয়েলদের নিজেকে শেষ করে দেওয়ার সেই ঘটনার সঙ্গে মিল রেখেই গেমের নাম ব্লু হোয়েল। আত্মহত্যার সংকেত-বাহী সেই মারণ গেমই এখন আলোচনার শীর্ষে।

গুগল ট্রেন্ড বলছে, গোটা পৃথিবীর মধ্যে ব্লু হোয়েল নিয়ে ইন্টারনেটে সর্বাধিক সার্চ হয়েছে কলকাতা থেকে ৷ পিছিয়ে নেই প্রতিবেশী হাওড়াও ৷ গুগল ট্রেন্ড রেজাল্ট অনুযায়ী ব্লু হোয়েল সার্চে বিশ্বে নবম হাওড়া ৷ বিস্ফোরক এই ফলাফলে চিন্তিত বিশেষজ্ঞরা ৷

এরই মাঝে আর্বিভাব আরও এক নয়া মারণ গেমের ৷ নাম সল্ট অ্যান্ড আইস। দিনে দিনে মারণ গেমে আসক্তি বাড়ছে টিনএজদের মধ্যে ৷ ‘সল্ট অ্যান্ড আইস’ নামে গেমটি খেলতে গিয়ে প্রায় প্রাণ খোয়াতে বসেছিল শিলিগুড়ির এক কিশোর ৷

ব্লু হোয়েলদের মতো এই গেমেও রয়েছে বেশ কয়েকটি স্টেপ ৷ টাস্ক হিসেবে অংশগ্রহণকারীদের দেহের বিভিন্ন জায়গায় চামড়ার উপর নুন রাখতে বলা হবে ৷ নুনের উপর রাখতে হবে বরফ ৷ নুন ও বরফের জেরে পুরো যাওয়ার মতো জ্বলতে শুরু করে দেয় ৷ কে কতক্ষণ তা সহ্য করতে পারে সেটি রেকর্ড করতে হয় ৷ এবং পরে তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে হয় ৷

গেমের একটি স্টেপে তাকে চ্যালেঞ্জ হিসেবে চলন্ত ট্রাকের নীচে শুয়ে সেলফি তুলতে বলা হয় ৷ সেটা করতে গিয়ে আচমকা ফোন চলে আসায় অল্পের জন্য প্রাণে বেচে যায় কিশোর ৷ বাড়ি থেকে ফোন আসায় আচমকা মুখ ফসকে বলে পেলে যে আত্মহত্যা করতে এসেছেন সে ৷ কোনওভাবে তাকে উদ্ধার করে জিজ্ঞাসাবাদ করায় এই গেমের কথা জানায় সে ৷ ছেলেটির বাবা সাইবার সেলে বিষয়টি জানিয়েছে ৷

First published: 01:21:33 PM Aug 31, 2017
পুরো খবর পড়ুন
अगली ख़बर