#কোচবিহার: দূষণ মোকাবিলায় কঠোর উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম। পাঁচ বছরের বেশি পুরোন বাস বাতিলের সিদ্ধান্ত নিল তারা। বিএস-থ্রি জেনারেশন বাসের চলাচল বন্ধ করতেই এই উদ্যোগ। বদলে আগামী দিনে বিএস-সিক্স জেনারেশনের বাস নামানো হবে রাস্তায়। যদিও সংস্থার শ্রমিক সংগঠনের দাবি, নতুন বাস চালাতে হলে চালকদের প্রশিক্ষণ দরকার।
- দূষণ বাড়াচ্ছে বিএস-(থ্রি) জেনারেশনের বাস ৷ -তাই ৫ বছরের বেশি পুরোন বাস বাতিলের সিদ্ধান্ত উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের ৷
সাম্প্রতিক বোর্ড মিটিংয়ে এই সিদ্ধান্ত নেয় এনবিএসটিসি।
- আপাতত এনবিএসটিসির হাতে রয়েছে ৮০০টি বাস - এরমধ্যে ৭০০টি বাস নিয়মিত রাস্তায় চলে - তারমধ্যে ২৫০টি বাস বিএস-(থ্রি) জেনারেশন-র বলে চিহ্নিত করেছেন ইঞ্জিনিয়াররা
সিদ্ধান্ত কার্যকর হলে এক ধাক্কায় ২৫০টি বাস কমে যাবে সংস্থার। এই ঘাটতি পূরণে আগামী দিনে বিএস-(সিক্স) জেনারেশনের বাস রাস্তায় নামাবে এনবিএসটিসি ৷ কর্তৃপক্ষের আশা, বিএস-সিক্স জেনারেশনের বাস চালু হলে রক্ষণাবেক্ষণের ঝঞ্ঝাট অনেকটাই কমবে। বাড়বে যাত্রী সাচ্ছন্দ্য।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Air Pollution, NBSTC