#মালদহ: স্বাধীনতা দিবসে জাতীয় পতাকার চরম অবমাননা মালদহের বুলবুলচণ্ডী গ্রামে । গ্রামীণ হাসপাতাল চত্বরে অবহেলিত হয়ে পড়ে থাকতে দেখা যায় জাতীয় পতাকা, পাশেই মাদকের বোতল।
বুলবুলচণ্ডী আর এন রায় রুরাল হাসপাতালের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাস্থলে যান বুলবুলচণ্ডী গ্রাম পঞ্চায়েতের প্রধান, তাঁর উদ্যোগে জাতীয় পতাকা তুলে , ধুয়ে পরিষ্কার করার ব্যবস্থা হয় । ঘটনার নিন্দায় মুখর হাসপাতালের চিকিৎসকরাও।
মালদহের হবিবপুরের বুলবুলচণ্ডী গ্রামের আর এন রায় হাসপাতালে ঢোকার মূল রাস্তার ধারেই স্বাধীনতা দিবসের সকাল থেকেই ধুলো মাখা জাতীয় পতাকা পড়ে থাকার ঘটনায় উত্তেজনা ছড়ায়। স্থানীয়দের একাংশের অভিযোগ, রাতে এলাকায় দুস্কৃতিদের আনাগোনা লেগে থাকে, বার বার জানিয়েও কোনও ব্যবস্থায় নেননি ব্লক স্বাস্থ্য আধিকারিক। জাতীয় পতাকা এভাবে পড়ে থাকতে দেখে অনেকেই প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেন। এলাকায় পৌঁছন তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের প্রধান রাজীব ডাগা। ব্লক স্বাস্থ্য আধিকারিকের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেন পঞ্চায়েত প্রধান। তিনিই জাতীয় পতাকা পরিস্কারের উদ্যোগ নেন। যদিও এই ঘটনায় মুখ খোলেননি ব্লক স্বাস্থ্য আধিকারিক।
SEBAK DEB SARMA
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Malda