#মালদহ: স্বাধীনতা দিবসের আগেই ১০০ ফুট উচ্চতায় উড়ল জাতীয় পতাকা! মালদহ স্টেশনের সৌন্দর্যায়নের পাশাপাশি দেশাত্মবোধের অঙ্গ হিসেবেই এই উদ্যোগ বলে জানিয়েছেন মালদহ ডিভিশনের ডিভিশনাল ম্যানেজার যতীন্দ্র কুমার।
লকডাউনের কারণেই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান ছাড়াই নতুন পতাকা ওড়ানো হল। মালদহ টাউন স্টেশন চত্বরে আরপিএফ জওয়ানদের উপস্থিতিতে সুউচ্চ স্তম্ভের ওপর এই পতাকা উত্তোলন করেন মালদহের ডিআরএম। দেশের তথা রাজ্যের সমস্ত বড় স্টেশনগুলিতে এই উদ্যোগ নেওয়া হবে বলে রেল সূত্রে খবর। ইতিমধ্যেই মালদহ ডিভিশনের ভাগলপুর স্টেশনে এমনই সুউচ্চ পতাকা তোলা হয়েছে। স্টেশন চত্বরে অনেক দূর থেকেই সকলের নজরে পড়বে জাতীয় পতাকা।
প্রথম দিনেই অনেক উৎসাহী মানুষ লকডাউনের মধ্যেও জাতীয় পতাকা দেখতে আসেন। মালদহ টাউন স্টেশনে প্রবেশ পথের সামনে বসানো হয়েছে এই নতুন স্তম্ভ ও পতাকা ।
Sebak DebSarma