#ধূপগুড়ি: ধূপগুড়ির মর্মান্তিক পথ দুর্ঘটনায় শোকপ্রকাশ করলেন নরেন্দ্র মোদি। এই ঘটনায় মৃত ব্যক্তিদের পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাসও দিলেন মোদি।
প্রধানমন্ত্রী ট্যুইটবার্তায় লেখেন, জলপাইগুড়ির পথদুর্ঘটনার ঘটনা অত্যন্ত মর্মান্তিক। মৃতের পরিবারের জন্য আমার আন্তরিক সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। প্রধানমন্ত্রীর দফতরের পক্ষ থেকে মৃতের পরিবারকে ২ লক্ষ টাকা দেওয়ার কথা জানানো হয়েছে। এছাড়া আহতদের পরিবারকে ৫০ হাজার টাকা দেওয়া হবে।
The road accident in Dhupguri in Jalpaiguri (West Bengal) is extremely anguishing. In this time of sadness, prayers with the bereaved families. May the injured recover soon: PM @narendramodi
— PMO India (@PMOIndia) January 20, 2021
মঙ্গলবার রাত সাড়ে নটা নাগাদ ধূপগুড়ির লাললস্কুল এলাকায় লরির সঙ্গে তিনটি গাড়ির সংঘর্ষে মৃত্যু হয়েছে অন্তত ১৪ জনের। মৃতদের মধ্যে চার শিশু রয়েছে।
স্থানীয় সূত্রে খবর, ধূপগুড়ি থেকে জলপাইগুড়ি যাওয়ার সময় একটি পাথরবোঝাই লড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। তার তলায় চাপা পড়ে যায় যাত্রীবোঝাই ম্যাজিক ভ্যান ও একটি মারুতি। ওই দুটি গাড়িতে করে বউভাত অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন সকলে।
ঘটনার জেরে জাতীয় সড়ক বন্ধ করে দেওয়া হয়। উদ্ধারকাজে হাত লাগান দমকল, পুলিশ ও স্থানীয় মানুষ। বেশ কয়েকজনকে ক্ষতবিক্ষত অবস্থায় ওই ডাম্পারের তলা থেকে বের করে ধূপগুড়ি হাসপাতাল ও জলপাইগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে আসেন ধূপগুড়ির বিধায়ক মিতালী রায়। হাসপাতাল কর্তৃপক্ষ অন্তত ১৪ জনকে মৃত বলে ঘোষণা করেন। আরও বেশ কয়েকজন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
অভিযোগ একদল অসাধু ব্যবসায়ী দিনের পর দিন ডাম্পার ওভারলোডিং করে এই এলাকায়। তার জেরেই এমন দুর্ঘটনা ঘটছে বারবার, মনে করছেন এলাকাবাসীরা।