corona virus btn
corona virus btn
Loading

জলের তোড়ে ভাঙল নদীবাঁধ, জলবন্দি নাগরাকাটা, নেওড়া বস্তির কয়েকশো পরিবার

জলের তোড়ে ভাঙল নদীবাঁধ, জলবন্দি নাগরাকাটা, নেওড়া বস্তির কয়েকশো পরিবার
photo: News18 Bangla

হাতিনালার জল ঢুকছে জলমগ্ন বিন্নাগুড়ির ৬টি চা বাগান৷

  • Share this:

#নাগরাকাটা: দক্ষিণবঙ্গ বৃষ্টির জন্য হাপিত্যেশ করলেও উত্তরবঙ্গ ভেসেই চলেছে বৃষ্টিতে৷ ভুটান পাহাড় ও ডুয়ার্সে ভারী বৃষ্টির কারণে জলমগ্ন জলপাইগুড়ির বিস্তীর্ণ এলাকা৷ বৃষ্টির জেরে একাধিক নদীতে জল বেড়েছে৷

জলঢাকা, ডুডুয়া,গিলান্ডি নদীর পাশাপাশি জল বেড়েছে নাগরাকাটার সুখানি নদীতে৷ জলের তোড়ে ক্ষতিগ্রস্ত সুখানি সেতু৷ নাগরাকাটার বিস্তীর্ণ এলাকায় জল ঢুকে

কয়েকশো পরিবার জলবন্দি৷ প্রতিবাদে রাজ্য সড়ক অবরোধ করেছেন বাসিন্দারা৷

রেহাই পায়নি নাগরাকাটা থানাও৷ জলের তোড়ে মাল ব্লকে ভেঙে গিয়েছে নদীবাঁধ৷ কুমলাই ও চেল নদীর বাঁধ ভেঙে বিপদ ক্রমশই বাড়ছে৷ নেওড়া বস্তির পাঁচশো পরিবার জলবন্দি৷ হাতিনালার জল ঢুকছে বিন্নাগুড়িতে৷ জলমগ্ন বিন্নাগুড়ির ৬টি চা বাগান৷

First published: July 24, 2019, 11:29 AM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर