#কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান অবতরণে গুরুতর নিয়ম লঙ্ঘনের ঘটনা ঘটল বাগডোগরা বিমানবন্দরে। যা নিয়ে ক্ষুব্ধ নবান্ন দেশের এয়ারপোর্ট অথরিটির আঞ্চলিক প্রধানকে ডেকে পাঠিয়ে বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে। এর পরেই পুরো বিষয়টি কী ভাবে ঘটল, তা খতিয়ে দেখতে বিস্তারিত তদন্তের নির্দেশ দিল বিমানবন্দর কর্তৃপক্ষ।
রাজ্য প্রশাসন সূত্রে খবর, গত সোমবার তিন দিনের উত্তরবঙ্গ সফরে যান মুখ্যমন্ত্রী। কলকাতা থেকে তাঁর বিমান রওনা হওয়ার পরে দেখা যায় বাগডোগরা বিমানবন্দরে কোনও পার্কিং লট ফাঁকা নেই। নিয়ম অনুযায়ী পার্কিং লট ফাঁকা না থাকলে বিমান অবতরণ করা যায় না। কিন্তু সেই নিয়ম অগ্রাহ্য করেই মুখ্যমন্ত্রীর বিমান অবতরণের অনুমতি দেওয়া হয়। বিষয়টি জানার পরে ক্ষোভে ফেটে পড়েন মুখ্যমন্ত্রী।
কী করে এমন ভ্রান্তি হল, তা নিয়েও রাজ্যের পদস্থ কর্তাদের জানার নির্দেশ দেন তিনি। এরপরেই বিষয়টি নিয়ে তৎপর রাজ্য প্রশাসন। ক্ষুব্ধ নবান্ন দেশের এয়ারপোর্ট অথরিটির আঞ্চলিক প্রধানকে ডেকে পাঠিয়ে বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে। এর পরেই পুরো বিষয়টি কী ভাবে ঘটল, তা খতিয়ে দেখতে বিস্তারিত তদন্তের নির্দেশ দিল বিমানবন্দর কর্তৃপক্ষ।
বিমানবন্দর কর্তৃপক্ষের পূর্ব ভারতের আঞ্চলিক প্রধানকে ডেকে পাঠানো হয়। বিমানবন্দর কর্তৃপক্ষের এক কর্তা বলেন, "তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আমরা বাগডোগরায় বিমান ওঠানামার সংখ্যা কম করার নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি খুবই উদ্বেগের। আমরা এর বিস্তারিত তদন্ত করছি। তদন্ত রিপোর্ট মেলার পরেই এ ব্যাপারে বিস্তারিত বলা যাবে তার আগে আমরা কিচ্ছু বলতে পারব না।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: CM Mamata Banerjee, Nabanna