Home /News /north-bengal /

ঝাড়ফুঁকের বলি দশ মাসের শিশু ! ওঝার কাছে চলছিল চিকিৎসা ! শোকের ছায়া মালদহে !

ঝাড়ফুঁকের বলি দশ মাসের শিশু ! ওঝার কাছে চলছিল চিকিৎসা ! শোকের ছায়া মালদহে !

মালদহে দশ মাসের শিশুর রহস্য মৃত্যু।

  • Share this:

#মালদহ: ঝাড়ফুঁকে সময় নষ্ট। সময়ে চিকিৎসা না পাওয়ায় অবস্থার অবনতি। মালদহে দশ মাসের শিশুর রহস্য মৃত্যু। মর্মান্তিক এই ঘটনা ঘটেছে ইংরেজবাজার থানার পাগলা ঘাট এলাকায়।জানা গিয়েছে, মৃত ওই শিশুর নাম নিশা মণ্ডল। মৃত শিশুর বাবা রাজকুমার মণ্ডল জানান, ঘুমন্ত অবস্থায় আচমকাই কেঁদে ওঠে  শিশু। প্রথমে কেউই বিষয়টি বুঝতে পারেন নি । পরে দেখা যায় মেয়ের পা ধীরে ধীরে ফুলে উঠছে। কি করবেন বুঝতে না পেরে এরপরই পরিবারের লোকজন স্থানীয় এক ওঝার কাছে নিয়ে যায় শিশু নিশাকে। সেখানে বেশ কিছুক্ষণ ঝাড়ফুঁক করেন ওঝা। পরিবারের লোকজন ভাবেন হয়তো দুধের শিশু সুস্থ হয়ে উঠবে। কিন্তু, কাজের কাজ কিছুই হয়নি। উল্টে ক্রমশ শারীরিক পরিস্থিতির অবনতি হয় শিশুর।

শেষে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ওই শিশুর। বিষাক্ত কোনও পোকার কামড়েই মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা প্রাথমিকভাবে জানিয়েছেন, এমটাই দাবি পরিবারের। কিন্ত, অনেকেরই ধারণা ঝাড়ফুঁকে সময় নষ্ট না করে দ্রুত চিকিৎসার আওতায় আনা হলে আরও আগে থেকেই উপযুক্ত চিকিৎসা পেত শিশু। সেক্ষেত্রে সুস্থতার সম্ভাবনাও অনেকখানি জোরদার হত। কিন্তু এক্ষেত্রে চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষার পর্যাপ্ত সময় হাতে পাননি। কার্যত শিশুর সমস্যার প্রকৃত কারণ নিরূপণ হওয়ার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়েছে দুধের শিশু। গ্রামগঞ্জে ঝাড়ফুঁক আর হাঁতুড়ে চিকিৎসক সম্পর্কে সাধারণকে সচেতন করতে সরকারি উদ্যোগে সচেতনতা প্রচার চলছে বছরভর। এই কাজে সামিল হয়েছে একাধিক স্বেচ্ছাসেবী সংস্থাও। এরপরেও সকলেই যে এখনও সচেতন হননি শিশু মৃত্যুর ঘটনায় ফের একবার তা স্পষ্ট হয়েছে।

সেবক দেবশর্মা

Published by:Piya Banerjee
First published:

Tags: Maldah

পরবর্তী খবর