দক্ষিণবঙ্গ: জমি দখল করতে এসে গ্রামবাসীদের হাতে মার খেলেন তৃণমূল নেতারা। ঘটনায় গুরুতর আহত হয়েছেন ৮ জন। বুধবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের হরিহরপাড়ার পিরতলা গ্রামে। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায়। ভাঙা হয় একাধিক মোটরবাইক ও চারচাকা গাড়ি। ঘটনাস্থলে হরিহরপাড়া থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
হরিহরপাড়ার পিরতলা গ্রামে দীর্ঘদিন ধরেই গ্রামের জমিদারদের জমি চাষ করছেন চাষিরা। জমিদার হরমোহন রায়চৌধুরীর প্রায় ৬০-৭০ বিঘা জমি রয়েছে পিরতলা মাঠে। সেই জমি গ্রামবাসীরা ভাগ করে চাষ করে থাকেন। অভিযোগ, বুধবার দুপুরে বেশ কয়েকজন তৃণমূল নেতা বেশ কিছু যুবককে নিয়ে জমি মাপজোপ করতে শুরু করে।
আরও পড়ুন: কালনাতেও থাবা বসাচ্ছে অ্যাডিনোভাইরাস, গড়ে ২০টি শিশু ভর্তি হচ্ছে হাসপাতালে
এই খবর ছড়িয়ে পড়তেই গ্রামবাসীরা তাঁদের উপরে চড়াও হন। বেধড়ক মারধর করে তাঁদের ঘরের মধ্যে আটকে রাখা হয়। ঘরবন্দি লোকজনেদের মধ্যে ছিলেন স্থানীয় তৃণমূল নেতা আবদুল নুমানও। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। পরে হরিহরপাড়া থানার পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে আনে। ঘটনায় গুরুতর আহত হয় ৮জন।
গ্রামবাসীদের দাবি, তাঁরা দীর্ঘদিন ধরে এই জমি চাষ করে জীবন নির্বাহ করছেন। তাই তাঁরা জমি দখলের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। গ্রামবাসী আবুল কালাম শেখ বলেন, "আমি ৪০ বছরের বেশি সময় ধরে এই এলাকার জমি ভাগ নিয়ে চাষাবাদ করি। আর তাতেই আমার সংসার চলে। কিন্তু এলাকার তৃণমূল নেতারা এই জমি দখল করতে চাইছে। কিন্তু আমরা তা হতে দেব না। সেই কারণেই আমরা প্রতিবাদ জানিয়েছি।"
আরও পড়ুন: চেনা উপসর্গে ভর করে হানা দিচ্ছে অ্যাডিনোভাইরাস, বলছেন বর্ধমান মেডিক্যালের বিশেষজ্ঞেরা
চাষি বীরলাল শেখ বলেন, "আমরা আমাদের চাষের জমি ছাড়ব না। যাইহোক, আমরা জীবন থাকতে এই জমি দখল হতে দেব না।" এদিকে বিজেপি নেতা তনায় বিশ্বাসের দাবি, "তৃণমূলের মদতেই বিভিন্ন এলাকার জমি দখলের চেষ্টা চলছে। পুলিশ সঠিক তদন্ত করলেই সত্যিটা প্রকাশ পাবে।" পাল্টা জবাব দেন ব্লক তৃণমূল সহ সভাপতি সাফিনুল বিশ্বাসও। বলেন, "পুলিশ নিরপেক্ষভাবে তদন্ত করুক যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিক।"
Tripura Election Result 2023 Live Updates: ত্রিপুরায় বাম-বিজেপির জোর টক্কর, মেঘালয়ে এগিয়ে এনপিপি
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।