#বহরমপুর: তীব্র শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হওয়া তৃণমূলের ব্লক সভাপতি ও মুর্শিদাবাদ জেলা পরিষদের দলনেতা মফিজউদ্দিন মন্ডল(৫৬) বৃহস্পতিবার সকালে মারা যান৷ বুধবার রাতেই মুর্শিদাবাদের বহরমপুর এর কোভিড হাসপাতালে ভর্তি করার সময় অক্সিজেন দিতে দেরি করায় হাসপাতালের ভেতরে ঢুকে চিকিৎসককে হেনস্থা ও মারধর করার অভিযোগ উঠেছিল তৃণমূল কর্মীদের বিরুদ্ধে।
বহরমপুর থানার পুলিশ এসে চারজনকে গ্রেফতার করে। চিকিৎসকেরা বুধবার রাতে কিছুক্ষণের জন্য কর্মবিরতি শুরু করেছিলেন কোভিড হাসপাতলে। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের এমএসভিপি শর্মিলা মল্লিক এসে পরিস্থিতি সামাল দেন। বৃহস্পতিবার শর্মিলা দেবী বলেন, অনেক চেষ্টা করা সত্বেও বাঁচানো যায়নি। চিকিৎসার অনেক দেরি হয়ে গিয়েছিল।
বৃহস্পতিবার সকালেই মৃতদেহ ছেড়ে দেওয়া হয়। খরগ্রাম এর নগরে মৃতদেহ কোভিড মেনে দেহ মাটি দেওয়া হয়।তৃণমূল নেতা অশোক দাস বলেন, ‘বুধবার রাতে যে ঘটনা ঘটেছে সেটা ঠিক হয়নি। মফিজউদ্দিন মৃত্যুতে আমাদের দলের বড় ক্ষতি হয়ে গেল।’
Pranab Kumar Banerjee