হোম /খবর /উত্তরবঙ্গ /
মুর্শিদাবাদে টানা বৃষ্টিতে মাঠেই পচছে ফসল, সরকারি সাহায্যের আবেদন দরিদ্র কৃষকদের

মুর্শিদাবাদে টানা বৃষ্টিতে মাঠেই পচছে ফসল, সরকারি সাহায্যের আবেদন হতদরিদ্র কৃষকদের

একে লকডাউনে হাতে কাজ নেই, তারপরও নিজেদের জমিতে যে-টুকু যা ফলন হয়েছিল, অতিবৃষ্টিতে তা পচেছে জমিতেই!

  • Share this:

#মুর্শিদাবাদ: একে লকডাউনে হাতে কাজ নেই, তারপরও নিজেদের জমিতে যে-টুকু যা ফলন  হয়েছিল, অতিবৃষ্টিতে তা পচেছে জমিতেই! বিশাল ক্ষতির মুখে মুর্শিদাবাদের হরিহরপাড়া, নওদা, ডোমকল , বেলডাঙ্গা-সহ বিভিন্ন ব্লকের কৃষকেরা! এই সমস্ত অঞ্চলে দফায় দফায় বৃষ্টি হওয়ায় ওল, লঙ্কা, শসা, করলা, ঝিঙে, ঢেঁড়শের মত হরেক সবজি মাঠে জমে থাকা জলে নষ্ট হয়ে যায়।

সাধারণত দীনদরিদ্র কৃষকেরা ঋণ নিয়ে সবজি চাষ করেন, পরে সেই সবজি বিক্রি করে ঋণের টাকা মেটান! কিন্তু এ'বছর টানা বৃষ্টিতে ফলন মাঠেই পচেছে! কীভাবে ঋণ শোধ হবে ? মাথায় হাত চাষিদের! লঙ্কা চাষি  বাবলু ঘোষ বলেন, ' মহাজনের কাছ থেকে টাকা ধার করে চাষ করেছিলাম। সব টাকাও শেষ, এদিকে ফসল জমিতেই নষ্ট হয়েছে। কীভাবে মহাজনের টাকা শোধ করব ভেবে পাচ্ছি না।' আরেক স্থানীয় চাষি রাকিবুল শেখ বলেন, ' সরকারের কাছে আবেদন, আমাদের সাহায্য করুন।'  জেলা পরিষদের সভাধিপতি মোশারফ হোসেন জানান, 'প্রচুর শাক-সবজি জমিতেই নষ্ট হয়েছে। চাষিদের জন্য সরকারি সাহায্যের আবেদন করেছি।'

SEBAK DEB SARMA

Published by:Rukmini Mazumder
First published:

Tags: Maldah farmers in loss