#মালদহঃ লক ডাউনের মধ্যেই যুবকের হাত, পা বেঁধে পিটিয়ে, কুপিয়ে নৃশংস খুন। ঘটনা ইংরেজবাজারের যদুপুর এলাকার। মৃত ইসমাইল সেখ (৩০) বাঁধাপুকুর এলাকার বাসিন্দা। শুক্রবার রাতে হাত-বাঁধা অবস্থায় রক্তাক্ত দেহ উদ্ধার করে পুলিশ। জানা গিয়েছে, মোবাইল ফোন চুরির অভিযোগকে কেন্দ্র করে বিবাদের সূত্রপাত। মৃত ইসমাইলের বিরুদ্ধে গত বৃহস্পতিবার মোবাইল ফোন চুরির অভিযোগ তোলে গ্রামেরই যুবক আসগর সেখ।
চোর অপবাদ দেওয়ায় ক্ষিপ্ত হয়ে ওইদিনই আসগারকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ইসমাইল। পেটে ধারালো অস্ত্রের আঘাত লাগায় আসগরকে চিকিৎসার জন্য মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আসগর। এদিকে ধারালো অস্ত্র নিয়ে হামলা করার পরেই বেপাত্তা হয়ে যায় ইসমাইল। শুক্রবার রাতে তাঁকে এলাকায় ফিরে আসতে দেখে ধরে ফেলে এলাকার বাসিন্দাদের একাংশ। এরপর হাত বেঁধে এলোপাথারি মারধর করা হয়। খবর পেয়ে পুলিশ পৌছনোর আগেই অচৈতন্য অবস্থায় ইসমাইলকে বাঁধাপুকুর মোড় এলাকায় ফেলে রেখে পালিয়ে যায় দুস্কৃতীরা। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষনা করে। ঘটনায় অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।
Sebak DebSarma
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।