#মালদহ: বিবাহ বর্হিভূত সম্পর্ক জেনে ফেলায় দুই মেয়েকে খুন করে কবর দিয়ে দিল সৎ মা। ঘটনাটি ঘটেছে মালদহের হরিশচন্দ্রপুরের কোলহা গ্রামে। অভিযুক্ত সৎ মা খুরশেদা বিবি ও বাবা শেখ বাদলকে গ্রেফতার করেছে পুলিশ।পলাতক খুরশেদার প্রেমিক মহম্মদ সারোয়ার জাহান ওরফে শেখ লিটন।
বছর দুয়েক আগে শেখ বাদলের প্রথম স্ত্রী মায়নুর বিবি মারা যান। মায়নুরের এক ছেলে ও দুই মেয়ে। এর পরই খুরশেদাকে বিয়ে করেন বাদল। পুলিশ জানিয়েছে, খুরশেদার সঙ্গে বিবাহ বর্হিভূত সম্পর্ক ছিল লিটনের। সম্পর্ক জেনে ফেলায় দুই মেয়েকে খুন করে খুরশেদা। প্রথমে ১৪ মার্চ সোমা খাতুনকে দুধের সঙ্গে বিষ মিশিয়ে খুন করে খুরশেদা। ২৭ তারিখ ছোট মেয়ে ফাতিমাকে মুড়ির সঙ্গে বিষ মিশিয়ে খুন করে। এই খুনকে স্বাভাবিক দেখানোর জন্য কবরও দিয়েছিল খুরশেদা।
পর পর দুই ভাইজির অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় পুলিশে অভিযোগ করেন মায়নুর বিবির ভাই। শুক্রবার পুলিশ খুরশেদা বিবি ও বাবা শেখ বাদলকে গ্রেফতার করে। জেরায় খুনের কথা স্বীকার করে খুরশেদা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।