Home /News /north-bengal /
খোলা রয়েছে শার্কিট বক্স, তড়িদাহত হয়ে মারা গেল কয়েকশ পাখি

খোলা রয়েছে শার্কিট বক্স, তড়িদাহত হয়ে মারা গেল কয়েকশ পাখি

প্রতীকী চিত্র ৷

প্রতীকী চিত্র ৷

 • Share this:

  #ধূপগুড়ি: ধুপগুড়িতে শার্কিট বক্সে তড়িদাহত হয়ে শতাধিক পাখির মৃত‍্যু। পশুপ্রেমী সংগঠনের অভিযোগ, বিদ্যুৎ বিভাগ ও পুরসভার গাফিলতিতে রোজই এভাবে মৃত‍্যু হচ্ছে কুড়ি-তিরিশটি পাখির। মৃতদেহগুলি নিয়ে পুরসভায় গিয়ে বিক্ষোভ দেখায় পশুপ্রেমী সংগঠন। বিদ্যুৎ দফতর ও পুরসভার বিরুদ্ধে ধুপগুড়ি থানাতেও অভিযোগ দায়ের করেছেন তারা।

  ধুপগুড়ি বাসস্ট‍্যান্ডের কয়েক পা দূরেই এই বিদ্যুতের খুঁটি। তার উপরে এভাবেই খোলা রয়েছে শার্কিট বক্স। বুধবার শার্কিট বক্সে তড়িদাহত হয়ে মারা পড়ল বেশ কয়েকটি পাখি। পশুপ্রেমীদের অভিযোগ, পুরসভার পক্ষ থেকে এই বিদ‍্যুতের খুঁটি লাগানোর পর দেখভাল করা হয়নি। বারবার বলা সত্ত্বেও ব‍্যবস্থা নেয়নি বিদ্যুৎ দফতর।

  শুধু বাসস্ট‍্যান্ডই নয়, ধুপগুড়ির প্রায় ১৪-১৫টি পোস্টে চোখে পড়বে বিদ্যুৎ দফতরের একই গাফিলতি। বুধবার বিদ্যুৎ দফতর ও পুরসভার বিরুদ্ধে ধুপগুড়ি থানায় অভিযোগ জানায় ধুপগুড়ির একটি পশুপ্রেমী সংগঠন।

  পাখিদের মৃতদেহগুলি নিয়ে পুরসভায় গিয়ে উপপুরপ্রধানের ঘরেও বিক্ষোভ দেখান পশুপ্রেমীরা। পাখির আর্তনাদে এতদিন কান পাতেনি বিদ্যুৎ দফতর। পশুপ্রেমীদের বিক্ষোভে কি বদলাবে ছবি?

  First published:

  Tags: Bird, Dhupguri

  পরবর্তী খবর